Jamai Sasthi : ঝক্কি কমবে শ্বশুরবাড়ির হেঁসেলে, জামাইয়ের জন্য ইনস্ট্যান্ট বাসন্তি পোলাও-মটন কোরমা থালি! কী ভাবে বুক করবেন? – uluberia restaurants are arranging jamai sasthi special thali


Howrah News : আগামিকাল বৃহস্পতিবার জামাইষষ্ঠী। আর বছরের এই বিশেষ দিনটাতে শ্বশুরবাড়িতে জামাই আপ্যায়নে কোনও ত্রুটিই রাখতে চান না শ্বশুর শাশুড়িরা। তবে জামাই বাবাজীদের ভুরিভোজ করাতে বাজার থেকে মাছ কেনা থেকে মাংসের দোকান, মিষ্টির দোকানে লাইন দেওয়া থেকে হেঁসেলে রান্না করা জোর ঝক্কি পোহাতে হয় শ্বশুর শাশুড়িদের। তবে শ্বশুর শাশুড়িদের এই ঝক্কি মেটাতে এগিয়ে এসেছে বিভিন্ন রেস্তোঁরা। গত কয়েকবছর ধরে উলুবেড়িয়ার একাধিক রেস্তোঁরা জামাইষষ্ঠীর দিন জামাইদের জন্য স্পেশাল জামাই ষষ্ঠীর মেনুর আয়োজন করেছে।

একটি নির্দিষ্ট অঙ্কের টাকার এই মেনুতে সরু চালের ভাত থেকে তোপসে ফ্রাই, সরষে বাটা থেকে চিংড়ি মাছের মালাইকারি, বাসন্তি পোলাও থেকে মটন কোরমা, মিষ্টি দই থেকে রসগোল্লা এমনকি সঙ্গে হিমসাগর ও বেনারসি পানের ব্যবস্থাও থাকছে। শুধু অর্ডার দিয়ে রেস্তোঁরার টেবিল বুক নয় মানুষের চাহিদার কথা মেনে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে বাড়িতেও হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছে রেস্তোঁরা কর্তৃপক্ষ।

জামাই ষষ্ঠীর ভুরিভোজের স্টার্টারে থাকুক ‘চিকেন গোল্ড কয়েন’ পদটি, জামাই বাবাজির পছন্দ হবেই এই রেসিপিটি
তবে নির্দিষ্ট সময়ে খাবার পেতে আগে থেকেই বুকিং করা প্রয়োজন। জামাইষষ্ঠীর স্পেশাল মেনু সম্পর্কে উলুবেড়িয়ার একটি নামী রেস্তোঁরার কর্নধার গৌতম বোস জানান, “কলকাতার মতো গত কয়েক বছরে উলুবেড়িয়াতেও এই ধরনের মেনুর চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

Jamai Sasthi : ইলিশ-চিংড়ি ছাড়াই জামাই ষষ্ঠী? মাছ ধরা বন্ধের কারণে ফাঁপরে শ্বশুর-শাশুড়িরা
আর সাধারন মানুষের চাহিদার কথা থাকায় আমরাও আমাদের রেস্তোঁরায় বছরের কয়েকটি বিশেষ দিনে স্পেশাল মেনুর আয়োজন করেছি এবং যথেষ্ট ভালো সাড়া পেয়েছি”। তিনি জানান, “আমাদের ৯৯৯ টাকার মেনুতে লস্যি থেকে সরু চালের ভাত, গাওয়া ঘি, লেবু থেকে শুক্তো, আলুভাজা, সবজি, তোপসে ফ্রাই, ডান চিংড়ি, মটন কোরমা সহ ১৮ রকমের আইটেম থাকছে”।

Jamai Shashthi 2023: জামাই ষষ্ঠীতে জামাই এখানে স্বয়ং শ্রীচৈতন্য! এলাহি ভোজন, ষাটের বাতাস সবই থাকে
অন্যদিকে, উলুবেড়িয়ার আরও একটি নামী রেস্তোঁরার কর্নধার দীপক দাস জানান, “৮৪৯ টাকার মেনুতে একাধিক পদ থাকছে”। তবে দুটি রেস্তোরাতেই টেবিল বুকিং এর পাশাপাশি হোম ডেলিভারীর ব্যবস্থা থাকছে। অন্যদিকে রেস্তোঁরায় এই ব্যবস্থায় খুশি শ্বশুর শাশুড়িরা।

জামাই ষষ্ঠীর মেইন কোর্সে প্লেটে সাজিয়ে দিতে পারেন ‘জিরা-পনির রাইস’
তাঁদের মতে জামাইষষ্ঠীর দিনে জামাইকে আপ্যায়ন করতে বাজারে গিয়ে টাকা দিলেও সবসময় মনের মতো জিনিস পাওয়া যায়না। এক্ষেত্রে ঝামেলা ঝক্কি এড়িয়ে নিজেদের পচ্ছন্দের মতো পদ জামাইকে খাইয়ে মানসিক তৃপ্তি পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা এক মহিলা জানান, “বাড়িতে আমরা দুজন একা বৃদ্ধ বৃদ্ধা থাকি। এই বয়সে মাছ মাংসের দোকানে ভিড়ে লাইন দেওয়া খুব কষ্টের। তাই বছরের এই সময়টা জামাইকে রেস্তোরাঁতে নিয়ে যাই। শহরের রেস্তোরাঁগুলি আমাদের অনেক সুবিধে করে দিয়েছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *