Narendrapur Ramakrishna Mission School : দশে ৯! উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দাপট – west bengal higher secondary examination result narendrapur ramakrishna mission nine students in higher secondary 2023 merit list


উচ্চমাধ্যমিকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার। এককভাবে প্রথম স্থান অধিকার করেছে এই বিদ্যালয়ের ছাত্র শুভ্রাংশু সর্দার। তার প্রাপ্ত ৪৯৬। কেবলমাত্র প্রথমই নয়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এবারের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান করে নিয়েছে মোট নয় জন।

WB HS 12th Class Result 2023 Merit List : প্রথম দশে ৮৭, মেধাতালিকায় কোন স্কুলের কত জন? একনজরে টপ টেন
স্কুলের এমন নজরকাড়া সাফল্যে উৎফুল্ল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষকরা। স্কুলের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ স্কুলের ছাত্রদের এই সাফল্যে গর্বিত বলেই জানিয়েছেন। ২০১৫ সালের পর ফের একবার উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় এই স্কুলের ছাত্রদের দাপট দেখা গেল। শুভ্রাংশু সর্দার ভালো ফল করবে তা প্রত্যাশা করেছিলেন স্কুল শিক্ষকরা। তার প্রথম স্থানে অত্যন্ত খুশি সকলে।

WB Uccha Madhyamik Result 2023 Hooghly : মেধা তালিকায় একসঙ্গে ১৮ জন, উচ্চ মাধ্যমিকে ছক্কা হাঁকাল হুগলি

মেধাতালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কোন পড়ুয়ারা?

প্রথম স্থান- শুভ্রাংশু সরদার (প্রাপ্ত নম্বর ৪৯৬)
চতুর্থ- নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (প্রাপ্ত নম্বর ৪৯৩)
ষষ্ঠ- অর্কদীপ ঘড়া (প্রাপ্ত নম্বর ৪৯১)
সপ্তম- বিতান শাসমল (প্রাপ্ত নম্বর ৪৯০)
সপ্তম- অর্ক ঘোষ (প্রাপ্ত নম্বর ৪৯০)
সপ্তম- অভিরূপ পাল (প্রাপ্ত নম্বর ৪৯০)
অষ্টম- সৈয়দ সাকলাইন কবীর (প্রাপ্ত নম্বর ৪৮৯)
নবম- সায়ন সাহা (প্রাপ্ত নম্বর ৪৮৮)
নবম- অর্কপ্রতিম দে (প্রাপ্ত নম্বর ৪৮৮)

HS Result from pass percentage 2023 : পিছিয়ে কলকাতা, পাশের হারে জেলার জয়জয়কার; ছক্কা হাঁকাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
উল্লেখ্য, গত ১৯ মে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। সেখানেও দেখা গিয়েছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ১২ জন পড়ুয়া মেধাতালিকায় প্রথম দশের মধ্যে স্থান করে নিয়েছিল। ফলে এ বছর মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও দাপট বজায় রাখল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুল।

Uccha Madhyamik Result 2023: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক, কলকাতার থিম সং যেন ‘পড়াশোনায় জলাঞ্জলি দিয়ে…’
চলতি বছরের উচ্চ মাধ্যমিকে ৪৯৬ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃতী ছাত্র শুভ্রাংশু সর্দার। তার প্রাপ্ত নম্বরের হার ৯৯.২ শতাংশ। শুভ্রাংশু সর্দারের সাবজেক্ট কম্বিনেশন ছিল, গতে বাঁধা বিষয় থেকে একটু আলাদাই। বাংলা, ইংরেজি, অর্থনীতি, স্ট্যাটিসটিক্স ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছিল সে। প্রথম হওয়ার খবর পৌঁছনো মাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়ে শুভ্রাংশু। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিল না সে। সংবাদমাধ্যমে শুভ্রাংশু বলে, “ভালো রেজাল্ট হবে জানতাম, কিন্তু প্রথম হব তা কখনই ভাবিনি।”

WB Madhyamik Result 2023: বরাবরের মতো মাধ্যমিকে উজ্জ্বল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, সম্ভাব্য মেধাতালিকায় ১২ পড়ুয়া
শুভ্রাংশু আরও বলে, “আমরাই এমন ব্যাচ যারা মাধ্যমিক দিতে পারিনি। জীবনের প্রথম বড় পরীক্ষা ছিল এই উচ্চমাধ্যমিক। পরীক্ষা হব হব করেও আর হল না। ভীষণ বিরক্ত হয়েছিলাম। তাই বিজ্ঞান নিয়ে পড়লেও পরীক্ষা না হওয়ায় ওই বিষয়গুলোর প্রতি যেন ভালোবাসাটাই কমে গেল। তারপরই উচ্চমাধ্যমিকের জন্য অন্য কম্বিনেশন বেছে নিই। “



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *