Sourav Ganguly Tripura: ‘কেন রাজনীতি খোঁজা হয়?’ শাহরুখের প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ সৌরভের – sourav ganguly express anger over the political speculation after he becomes tripura brand ambassador


ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার মহারাজের মুকুটে এই পালক যোগ হতেই শোরগোল রাজ্য থেকে জাতীয় রাজনীতিতে। বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব গ্রহণ করতেই সৌরভের গেরুয়া যোগ নিয়ে জল্পনায় ভরল রাজ্য রাজনীতি। এমন জল্পনায় দারুণ ক্ষুব্ধ প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। সংবাদমাধ্যমের সামনেই উগরে দিলেন নিজের হতাশা।Sourav Ganguly : ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ? ‘জুতো মেরে গোরু দান’, মন্তব্য TMC-র, রাজনীতি দেখছে না CPIM

ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাওয়ায় সৌরভের মুখে প্রথমের উঠে এল ক্ষোভের কথা। তিনি বলেন, ”আমার একটা প্রশ্ন রয়েছে সবকিছুতে কেন রাজনীতির যোগ করা হচ্ছে? কই সচিন কেরালাতে রয়েছে, শাহরুখ কলকাতাতে রয়েছে, গুজরাতের সঙ্গে রয়েছে অমিতাভ বচ্চন, ধোনি ঝাড়খণ্ডের সঙ্গে রয়েছে। তাহলে কই সেখানে প্রশ্ন ওঠে না তো! কেন আমার সঙ্গে সব সময় রাজনীতির যোগ খোঁজা হয়। এটা আমার কাছে খুব বেদনাদায়ক। ত্রিপুরা থেকে আমার কাছে এসেছিল আমাকে অফার করেছে। আমি গ্রহণ করেছি। কেউ কারও সঙ্গে দেখা করতে পারব না, কথা বলতে পারব না? আমি কারও সঙ্গে কথা বললে কিছু করলে সব কিছুতেই রাজনীতি যোগ করা হয়। আমি খুব সাধারণ জীবন যাপন করি। আমাকেও বাকিদের মতো শুধুমাত্র ত্রিপুরার টুরিস্ট স্পটগুলো প্রচার করতে হবে। যদিও এখনও কিছু ফাইনাল হয়নি। কিছু করার আগেই সমস্ত কিছুকে রাজনীতির সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে। দয়া করে এটা করবেন না। এগুলোর কোনও গুরুত্ব নেই। এর কোনও কারণ নেই।”

Sourav Ganguly Brand Ambassador: মঙ্গল সন্ধ্যায় হঠাৎ বাপি বাড়ি যা! বিজেপি শাসিত ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ?

কীভাবে ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব এল? জবাবে সৌরভ জানান, মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বেহালার বাড়িতে এসে দেখাও করেন ত্রিপুরার পর্যটন সুশান্ত চৌধুরী। তখনই তিনি তাঁদের রাজ্যের পর্যটন বিভাগের প্রচার করার প্রস্তাব দেন। তবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাক্তন ভারতীয় অধিনায়কের পরিচয় অনেক পুরনো। মানিক সাহা যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ক্রিকেট বোর্ডে সেখানকার প্রেডিডেন্ট ছিলেন সৌরভ। ত্রিপুরার উন্নয়ন নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সৌরভ। তিনি বলেন, ”ত্রিপুরাতে আমি প্রথম ১৯৯০ সালে খেলেছি আগের থেকে অনেক উন্নতি হয়েছে।”

Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক? কী বললেন দাদা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *