Subhashree Raj: ‘একটু নকুলদানা দাও…’, মন্দিরে পুজো দিয়েই সাংবাদিকদের মুখোমুখি রাজশ্রী পুত্র ইউভান – raj chakraborty subhashree ganguly and yuvaan went to offers puja at dugapur firingi kali bari


যাদের প্রতিদিন পর্দায় দেখা যায় তাদের সামনে থেকে দেখার উচ্ছ্বাস যে দর্শকের মধ্যে প্রবল হবে সেটাই স্বাভাবিক। একঝলক যদি দেখা যায়। খানিক সেলফি আর একঝাঁক স্মৃতি। বুধবার তেমনই হল দুর্গাপুরে। পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় দেখা গেল ছোট্ট ইউভানকে সঙ্গে নিয়ে পুজো দিতে। দুর্গাপুরের ফিরিঙ্গি কালীবাড়িতে পুজো দিলেন তাঁরা।

Raj Chakraborty : ‘আরও মাথায় তুলুন পরে বুঝবেন…’, রাজ-ইউভানের ছবি পোস্ট হতেই মন্তব্য সোশ্যাল মিডিয়ায়
মায়ের সুস্থতার জন্য মনোস্কামনা করে গিয়েছিলেন, সেটা পূর্ণ হওয়ায় জন্যই এই পুজো দেওয়া বলে জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিয়ের পর থেকেই আসার ইচ্ছে ছিল। ইচ্ছে পূরণ হওয়ার পর প্রতিক্রিয়া রাজ চক্রবর্তীর। দুই জনের এই ঝটিকা সফর ঘিরে পুলিশি নিরাপত্তাও ছিল জোরদার। অন্যদিকে, শুভশ্রীর ফ্যানেরাও এদিন খবর পেয়ে ভিড় জমিয়েছিল। মন্দির চত্বরে তাঁকে সামলাতে বেশ বেগও পেতে হয় পুলিশকে।

Subhashree Ganguly : মা-ছেলের যুগলবন্দি, ইউভানের সঙ্গে দক্ষিণী গানে নাচ শুভশ্রীর
আর সবথেকে চমক ছিল যাকে ঘিরে, সে ছোট্ট ইউভান। এমনিতে তার ফ্যান ফলোয়ার বেশ নজরকাড়া। সোশ্যাল মিডিয়ায় বাবা-মায়ের মাধ্যমে বহু ফটো দেখা যায় তাঁর। শুধু কি আর ফটো। নানা মুহূর্তের খুঁটিনাটি দুষ্টুমি, রিলস, ভিডিয়ো সবটাই নজর কাড়ে দর্শকের। দিনকয়েক আগেই ব্যাটম্যান সেজেছিল ইউভান। শুভশ্রীর শেয়ার করা সেই ভিডিয়োয় ভালোবাসা ছড়িয়ে দিয়েছে ভক্তেরা। সেই ব্যাটম্যানকে এদিন কোলে চেপে মন্দিরে ঘুরে বেড়াতে দেখা গেল। তার আবার মন্দিরের প্রসাদ বেশ ভালোই লেগেছে। তবে সাংবাদিকদের মুখোমুখি হতে এই ছোট্ট বয়সেও প্রস্তুত সে। প্রশ্ন করতেই সে নানা প্রতিক্রিয়া জানায়।

Raj subhashree nusrat : রাজ-শ্রীর বাড়িতে নুসরত! রাজপুত্রের সঙ্গে দেখা ছোট্ট ইশানের
রাজ পুত্র ইউভান তবে কী বক্তব্য রাখলেন সাংবাদিকদের সামনে? দুর্গাপুরের ফিরিঙ্গি কালিবাড়িতে পুজো দিয়ে প্রসাদে নকুলদানা খেতে চাই ইউভান।মন্দিরের সেবাইতদের দেওয়া নকুলদানা পেয়ে বেজায় খুশি রাজপুত্র। বাবা সমস্ত ভিড় ঠেলে কোনওরকমে গাড়িতে তোলা হল তাকে। ইউভানকে কেমন লাগছে জিজ্ঞেস করাতে, পাশ থেকে রাজকেই দেখা গেল শিখিয়ে দিতে, ‘বলো আমার ভালোলাগছে’। কথা শেষ হতে না হতেই সঙ্গে সঙ্গে মাথা নেড়ে প্রতিক্রিয়া ইউভানের। এমন সুন্দর জায়গা যে সে উপভোগ করছে তা বলাই যায়।

ইউভানের জন্মের পর থেকেই কাজের ক্ষেত্রেও অনেকটাই সময় ভাগ করেছেন শুভশ্রী। তিনি সবসময়ই বলেন, ইউভানের বেড়ে ওঠার এই সুন্দর মুহূর্তগুলো সে নিজে সামনে থেকে উপভোগ করতে চায়। তবে বিদেশে ঘুরতে যাওয়া হোক বা যেকোনও উৎসব-অনুষ্ঠান, ভক্তেরা কিন্তু ইউভানকে দেখতেই খানিক মুখিয়ে থাকে বেশি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *