Trinamool Congress : চাকরির নামে লাখ লাখ প্রতারণা! তৃণমূল নেতার গ্রেফতারি চেয়ে পথে নামল দলীয় কর্মীরা – trinamool congress workers blocked road for the arrest of tmc leader


তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে পথে নামলেন তৃণমূল কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপনে। তৃণমূল নেতা অনাদি লাহিড়ির গ্রেফতারির দাবিতে তপন-করদহ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। গাছের গুঁড়ি ফেলে তীর-ধনুক নিয়ে রাস্তা অবরোধ করেন তৃণমূল কর্মী সমর্থকরা। বুধবার সকালে রাজ্য সড়ক অবরোধের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় তপনের ব্লকের আজমতপুরে৷তৃণমূলের ওই ব্লক সভাপতির বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে বুথ সভাপতির থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে। এ নিয়ে দলের রাজ্য নেতৃত্ব, জেলা তৃণমূল নেতৃত্ব এবং তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও টাকা ফেরত পাননি বুথ সভাপতি আনোয়ার সরকার।

Recruitment Scam: চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার ভিডিয়ো ভাইরাল! আত্মহত্যার চেষ্টা তৃণমূল নেতার
তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, অভিযোগ জানানোর জন্য উলটে আনোয়ার সহ অন্যান্য বেশ কয়েকজন কর্মীদের নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে। তারপর থেকে পুলিশের তরফ থেকে নানা রকমভাবে হুমকি দেওয়া হচ্ছে আনোয়ার সহ অন্যাদের৷ এরপরই ক্ষুব্ধ দলীয় কর্মীরা আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। সকাল ১০টা থেকে শুরু হয় অবরোধ। এদিন রাস্তা অবরোধের জন্য পথে নামেন শ’খানেক তৃণমূলকর্মী।

পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তপন থানার পুলিশ। আইসি গৌতম রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে আসে। পরে পুলিশি আশ্বাসে প্রায় ঘন্টা দুয়েক পর অবরোধ ওঠে। শুরু হয় যানচলাচল৷

North 24 Parganas CPIM News : ১২ বছর পর চালু হওয়া বাম কার্যালয়ে ভাঙচুর, উত্তেজনা শাসনে
চলতি মাসেই তপনের তৃণমূল ব্লক সভাপতি অনাদি লাহিড়ীর চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। টাকা ফেরত না দেওয়ার কারণে ১৯ মে তপন থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়েরের পর ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে অভিযুক্ত তৃণমূল নেতা। এরপরই তৃণমূল নেতার স্ত্রী আনোয়ার সরকার সহ বেশ কয়েকজনের নামে থানায় পালটা অভিযোগ দায়ের করেন।

তৃণমূল বুথ সভাপতি আনোয়ার সরকার এই নিয়ে বলেন, ‘ছেলের চাকরি দেওয়ার নাম করে আমার থেকে আড়াই লাখ টাকা নিয়েছিল অনাদি। এলাকার একাধিক লোকের কাছ থেকে টাকা নিয়েছে। চাকরি তো দিতে পারেনি, এমনকি টাকাও ফেরত দেননি৷ এনিয়ে তপন থানায় লিখিত অভিযোগ করেছিলাম। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়ন। পালটা আমাদের নামে মামলা দায়ের করা হয়েছে।’ আগামী দিনে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলকর্মীরা।

Kolkata Police : সরষের মধ্যেই ভূত! সরকারি চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকার প্রতারণা, গ্রেফতার ASI ও তাঁর স্ত্রী
যদিও এনিয়ে অভিযোগ ওঠা অনাদি লাহিড়ীর যোগাযোগ করা সম্ভব হয়নি। একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। এমনকি বাড়িতে গেলেও তার খোঁজ মেলেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *