Uccha Madhyamik Result 2023 WB : IAS হয়ে দেশের সেবা করাই স্বপ্ন, উচ্চমাধ্যমিকে অষ্টম শ্রীতমা জানালেন নিজের লড়াইটা! – uccha madhyamik result 2023 shritama mistri secured 8th rank know her success story


West Bengal Board Result 2023 : উচ্চমাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অর্জন করল দত্তপুকুর নিবাধুই বালিকা বিদ্যালয়ের ছাত্রী শ্রীতমা মিস্ত্রি। তাঁর মোট নম্বর ৪৮৯। প্রথম এই খবর তার পরিবার টেলিভিশন থেকে জানতে পারে। শ্রীতমা আশা করেছিল রাজ্যের মেধা তালিকায় ১ থেকে ১০ এর মধ্যে থাকবে তবে নিশ্চিত ছিল না। এই বিষয়ে শ্রীতমা জানায়, “মাধ্যমিক পরীক্ষা করোনার প্রভাবে লকডাউনের জন্য হয়নি। তাই সেই অনুভূতিটা আমি মিস করেছি। তাই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে ভালো ফল করার আনন্দটাই অন্যরকম হয়েছে”। সবকটি বিষয়ে ৯৫ থেকে ৯৭ নম্বর পেয়েছে সে।

WBBSE Madhyamik Result : প্রত্যন্ত গ্রাম থেকেই বাজিমাৎ মালদার মেয়ের, মাধ্যমিকে মেধাতালিকায় অষ্টম স্থান ফারহিনের
আপাতত গ্র্যাজুয়েশন শেষ করা প্রথম টার্গেট। তারপর সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার ইচ্ছে আছে শ্রীতমার। পড়াশোনার বাইরে শ্রীতমা গল্পের বই পড়তে এবং গান শুনতে ভালোবাসে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে ঠিকই তবে তার জন্য খুব যে চাপ নিয়েছে শ্রীতমা তেমনটা নয়। খুব চাপ নিতে শ্রীতমা পছন্দ করে না।

Uccha Madhyamik Result 2023 WB : মাধ্যমিকে র‍্যাঙ্ক না হওয়ার আক্ষেপ মিটল! উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় দশম স্থানে জয়নগরের সৌম্যদ্বীপ
মেয়ের এই রেজাল্টে খুবই খুশি বাবা মা। মেয়ে আগামিদিনে যে দিকে যেতে চায় বাবা মা’র তরফ থেকে পূর্ণ সমর্থন থাকবে বলে জানান তাঁরা। শ্রীতমার বাবা পেশায় শিক্ষক রমেশ মিস্ত্রি ও মা গৃহবধূ অপর্ণা মিস্ত্রি। দত্তপুকুর সুভাষপল্লী এলাকার বাসিন্দা শ্রীতমা মিস্ত্রি, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অর্জন করে এলাকার নাম উজ্জ্বল করেছে।

Uccha Madhyamik Result 2023: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক, কলকাতার থিম সং যেন ‘পড়াশোনায় জলাঞ্জলি দিয়ে…’
এই বিষয়ে শ্রীতমার বাবা জানান, “আমার মেয়ের পড়াশোনার কোনও বাঁধাধরা সময় ছিল না। যখন সময় পেত, তখনই পড়াশোনা করত সে। তবে যেটুকু সময় পড়ত, খুবই মনোযোগ সহকারে পড়ত। আর মেধা তালিকায় স্থান পাওয়ার আশা করেছিল আমার মেয়ে। সেটা করতে পেরে সে খুবই খুশি হয়েছে”।

WB HS Result 2023 : একই স্কুল থেকে ষষ্ঠ-সপ্তম স্থান, জোড়া সাফল্যে আনন্দের রেশ জঙ্গলমহলে
সেই সঙ্গে তিনি আরও জানান, “আমাদের মেয়ে ভবিষ্যতে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে চায়। দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। শ্রীতমা জীবনে যেটাই করতে চাক, বা যাই পড়তে চাক, আমাদের সমর্থন তাঁর দিকে থাকবে”। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ৮ লাখেরও বেশি পরীক্ষার্থী।

Uccha Madhyamik Result 2023 WB : উচ্চমাধ্যমিকে দ্বিতীয় বাঁকুড়ার মেয়ে, সুখবর পেয়ে সুষমার গলায় ‘হে নূতন…’
তার মধ্যে সিংহভাগই পেলেন মাঝারি নম্বর। এবার উচ্চমাধ্যমিকেও মধ্য মেধার দাপট দেখা গিয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী, প্রথম দশে রয়েছেন ৮৭ জন পড়ুয়া। সব থেকে বেশি পড়ুয়া রয়েছে হুগলির ১৮জন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *