Uccha Madhyamik Topper 2023 : উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশুর কাছে উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী, কী রয়েছে ডালিতে ? – chief minister mamata banerjee sent gift to uccha madhyamik 2023 first rank holder


উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারীর কাছে উপহার পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় তাঁর কাছে উপহারের ডালি পৌঁছয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উপহার পেয়ে বেজায় খুশি প্রথম স্থানাধিকারী শুভ্রাংশু সরদার।

WB Uccha Madhyamik Result 2023 Nadia : রাষ্ট্রবিজ্ঞানে ১০০ তে ১০০, ভবিষ্যতে অধ্যাপিকা হতে চান উচ্চমাধ্যমিকে ষষ্ঠ সৌমিলি
উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী শুভ্রাংশু সরদারকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জেলা শিক্ষা দফতরের প্রতিনিধিরা তার হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা, মিষ্টি ও পুষ্পস্তবক তুলে দেন। উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র। তিনিও প্রথম স্থানাধিকারী সহ বাকিদের শুভেচ্ছা জামান। শুভ্রাংশুর হাতে তুলে দেন হিসাবসাস্ত্রের একটি বইও।

HS Topper 2023 Subhrangsu Sardar: ‘ছেলেমেয়ের উপর বাবা মায়ের ভরসা রাখা উচিত’, পরামর্শ ‘৪ ঘণ্টা পড়ে’ উচ্চমাধ্যমিকের প্রথম শুভ্রাংশুর
বিধায়িকা লাভলি মৈত্র জানান, শুভ্রাংশু আমাদের সকলের কাছে খুব গর্বের বিষয়। তাছাড়া ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এই সাফল্য পেয়েছে। এটা আমার বিধানসভা এলাকার মধ্যে পড়ে। সেই কারণে আজ এখানে দেখা করতে এলাম। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা শুভ্রাংশুর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বুধবার রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের পরেই জানা যায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। ৪৯৬ পেয়ে নজর কেড়েছেন তিনি। তাঁর এই সাফল্যে নাম উজ্জ্বল হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের।

WB Uccha Madhyamik Result 2023 Alipurduar : মায়ের উদয়-অস্ত লড়াই, দারিদ্রতাকে জয় করে পিতৃহীনা মল্লিকা উচ্চমাধ্যমিকে দশম
ফলাফল প্রকাশের পর জানা যায়, অর্থনীতি এবং অঙ্কে একশোর মধ্যে ১০০ নম্বর পেয়েছেন শুভ্রাংশু। এছাড়া স্ট্যাটিসটিকস বিষয়ে তিনি পেয়েছেন ১০০ নম্ব। পাশাপাশি প্রথম ভাষা বাংলায় শুভ্রাংশু পেয়েছেন ৯০ নম্বর। এছাড়া দ্বিতীয় ভাষা ইংরেজিতে তাঁর প্রাপ্ত নম্বর ৯৮। কম্পিউটার সায়েন্সে ৯৮ পেয়েছেন তিনি।

Uccha Madhyamik Result 2023 WB : মাধ্যমিকে র‍্যাঙ্ক না হওয়ার আক্ষেপ মিটল! উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় দশম স্থানে জয়নগরের সৌম্যদ্বীপ
পরে শুভ্রাংশু জানায়, সারাদিন মোটামুটি দিনে ৪ ঘণ্টা মতো পড়াশোনা করতেন তিনি। এমনকি কখনই তিনি ১৪-১৫ ঘণ্টা পড়েনি বলে জানায় শুভ্রাংশু। যেটুকু সময় পড়াশোনা করেছে, সেটুকুই মন দিয়ে করেছে বলে জানান তিনি। প্রসঙ্গত, শুভ্রাংশুর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ একসঙ্গে এই বিষয়গুলি উচ্চমাধ্যমিকে ছিল না। অর্থাৎ তাঁর পিওর সায়েন্স ছিল না। বাংলা, ইংরেজি, ইকোনমিক্স, ম্যাথ, স্ট্যাটিসটিক্স এবং কম্পিউটার সায়েন্স বিষয় গুলি নিয়েও প্রথম হয়ে দেখিয়েছেন তিনি।
বুধবার সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করে উচ্চ মাধ্যমিক সংসদ। ফলাফল প্রকাশের পরেও জানা যায়, জেলার জয়জয়কার লক্ষ্য করা যায়। মোট ৮৭ জন পড়ুয়া এবার মেধা তালিকায় স্থান করে নিয়েছেন। হুগলি জেলা থেকে মেধা তালিকায় বেশিরভাগ পরীক্ষার্থী রয়েছেন বলে জানা যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *