WB HS Result 2023 : একই স্কুল থেকে ষষ্ঠ-সপ্তম স্থান, জোড়া সাফল্যে আনন্দের রেশ জঙ্গলমহলে – simlapal school 2 students secured sixth and seventh position in wb hs result


West Bengal Class 12th Result : মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকেও নজরকাড়া সাফল্য পেল বাঁকুড়ার জঙ্গলমহল। এবার সিমলাপাল মদন মোহন হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম স্থান অধিকার করেছে যথাক্রমে অদিতি মহান্তি (প্রাপ্ত নম্বর ৪৯১) ও অর্ণব পতি (প্রাপ্ত নম্বর ৪৯০)। ষষ্ঠ স্থানাধিকারী অদিতি মহান্তির বাবা হিমাংশু মহান্তি একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মা মাধুরী মহান্তি গৃহবধূ। ছোটো এক বোন আর বাবা, মাকেই নিয়েই সিমলাপাল স্কুল মোড়ের বাড়িতে বেড়ে ওঠা অদিতির। স্কুল সূত্রে জানা গিয়েছে, ছোটো থেকেই পড়াশুনায় যথেষ্ট ভালো অদিতি।

WB Uccha Madhyamik Result 2023 : টিউশন শিক্ষকরা বেতন নিতেন না, কৃষক পরিবারের ছেলে আব্দুল উচ্চমাধ্যমিকে দশম
তাঁর এই সাফল্যের পিছনে বাবা, মায়ের পাশাপাশি শিক্ষকদের যথেষ্ট ভূমিকা রয়েছে বলে সে জানিয়েছে। একই সঙ্গে আগামিদিনে তাঁর লক্ষ্য সে একজন ভালো চিকিৎসক হতে চায়। পরীক্ষার ফলাফল জানার পর অদিতি জানিয়েছে, “আজ ফলাফল প্রকাশের আগে পর্যন্ত ভাবিনি যে মেধা তালিকাতে নাম ঢুকতে পারে।

WB Madhyamik Result 2023 : অধ্যাবসায়ের কাছে বাধা হয়নি অভাব, মাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থান জলপাইগুড়ির স্মরণের
তাই ফলাফল জানার পর একটু অবাকই হয়েছি। কিন্তু এতটা খুশি কোনওদিন হইনি। সাধারণত দিনে ৫-৬ ঘণ্টা পড়াশোনা করতাম। পরীক্ষার আগে সেটা একটু বাড়িয়েছিলাম। মা বাবা তো ছিলেনই, স্কুলের শিক্ষকরাও আমাকে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট সহায়তা করেছেন। এবার আমার লক্ষ্য মেডিক্যালে সুযোগ পাওয়া।

WB Madhyamik Topper 2023: মাধ্যমিকে বাজিমাত মালদার, দ্বিতীয় ও তৃতীয় রিফাত-মাহিরের সাফল্যের রহস্য জানেন?
ভবিষ্যতে আমার লক্ষ্য একজন ভালো চিকিৎসক হওয়া”। অন্যদিকে সপ্তম স্থানাধিকারী সিমলাপাল মদন মোহন হাই স্কুলেরই অর্ণব পতি জানিয়েছে, সে প্রতিদিন ১২ থেকে ১৩ ঘন্টা পড়াশুনা করেছে। তার সাফল্যের পিছনেও বাবা, মায়ের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের অবদানের কথা স্বীকার করে সে জানিয়েছে আগামিদিনে তার লক্ষ্য চিকিৎসক হওয়া।

WB Uccha Madhyamik Result 2023 : ভাই-বোন একসঙ্গে মেধা তালিকায়, আনন্দে আত্মহারা আরামবাগের কুণ্ডু পরিবার
অর্ণব জানিয়েছে, “ইচ্ছে ছিল রাজ্যের মধ্যে একটা স্থান দখল করা। সেটা করতে পেরে ভালো লাগছে। গৃহশিক্ষকরা ছাড়াও স্কুলের শিক্ষক মা বাবা সকলেই পাশে ছিলেন। যথেষ্ট সাহায্য করেছেন। এবার আমার লক্ষ্য একজন চিকিৎসক হওয়া।

WBBSE Madhyamik Result : জটিল রোগ দমাতে পারেনি মনের জোর, মাধ্যমিকে চোখ ধাঁধানো ফল বীরভূমের মহাদেবের
সেই মতোই প্রস্তুতি নিতে শুরু করেছি”। স্কুলের ছাত্র ছাত্রীদের সাফল্যে যথেষ্ট খুশি সিমলাপাল মদন মোহন হাই স্কুলের শিক্ষকরাও। এই স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, “মাধ্যমিক পরীক্ষাতেও আমাদের স্কুল খুব ভালো ফল করেছিল। এবার উচ্চমাধ্যমিকে আরও ভালো ফলাফল এল। এতে এই এলাকা তথা স্কুলের নাম গোটা রাজ্যের সামনে উজ্জ্বল হচ্ছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *