WB HS Result 2023 : দিনে ৩ ঘন্টা পড়াশোনা করেই বাজিমাৎ! উচ্চমাধ্যমিকে নবম স্থান ইসলামপুরের প্রত্যুষার – wb hs result 2023 pratyusha dam secured 9th rank


West Bengal Board Result 2023 : আজ ২৪ মে বুধবার প্রকাশিত হল এই বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল ৷ রেজাল্ট ঘোষণা হল বেলা ১২টায় ৷ আর ফল প্রকাশিত হতেই উচ্ছ্বাস বয়ে গেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমায়। কারণ এখানকার ইসলামপুর গার্লস হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী প্রত্যুষা দাম এবারের পরীক্ষায় ৪৮৮ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে। আর এই খবর বাড়িতে আসার পরে যারপরনাই খুশি প্রত্যুষা নিজে। সেই সঙ্গে আনন্দিত তাঁর পরিবার ও পাড়া প্রতিবেশীরাও। প্রত্যুষা দাম কলা বিভাগের ছাত্রী।

WBBSE Madhyamik Result : প্রত্যন্ত গ্রাম থেকেই বাজিমাৎ মালদার মেয়ের, মাধ্যমিকে মেধাতালিকায় অষ্টম স্থান ফারহিনের
তাঁর মোট নম্বরের শতাংশ হল ৯৯.৯৯। এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী প্রত্যুষার বক্তব্য, “আমি কলা বিভাগের ছাত্রী। ভেবেছিলাম স্কুলের মধ্যে একটা ভালো জায়গায় থাকতে পারি। পরীক্ষা দিয়ে সেটাই মনে হয়েছিল। কিন্তু তাই বলে রাজ্যের মধ্যে নবম স্থান, এটা আমার কাছে অবিশ্বাস্য।

WBBSE Madhyamik Result : পছন্দের তালিকায় ক্রিকেট-ফুটবল, মাধ্যমিকে পঞ্চম সুপ্রভর সাফল্যের সিক্রেট জানেন?
আমি ভাবতেই পারছি না। এতটাই খুশি আমি যে কি বলব বুঝতে উঠতে পারছি না”। প্রত্যুষা আরও জানায়, “আজ ১২টা নাগাদ যখন ফল প্রকাশ করা হচ্ছিল, তখন আমি নেটে আমার রেজাল্ট দেখার চেষ্টা করছিলাম। সেই সময়েই স্কুলের একজন শিক্ষিকার ফোন আসে, এবং উনি আমাকে জানান যে আমি নবম স্থান পেয়েছি।

WBBSE Madhyamik Result : জটিল রোগ দমাতে পারেনি মনের জোর, মাধ্যমিকে চোখ ধাঁধানো ফল বীরভূমের মহাদেবের
আমার এই ফলাফলের পিছনে আমার স্কুলের শিক্ষিকাদের, আমার মা বাবা’র অনেক অবদান রয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাই”। এবারে প্রত্যুষার লক্ষ্য, একটি ভালো বিষয় নিয়ে স্নাতকস্তরে পড়াশোনা করা। ভবিষ্যতে তাঁর লক্ষ্য একজন ভালো শিক্ষিকা হওয়া। এই বিষয়ে সে জানায়, “আমার বাবা একজন প্রাথমিক স্কুল শিক্ষক।

Uccha Madhyamik Topper 2023: উচ্চমাধ্যমিকে ৪৯৬ পেয়ে প্রথম শুভ্রাংশু, মেধাতালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার
আমার ঠাকুরদা একজন শিক্ষক ছিলেন। সেই কারণে পরে গিয়ে আমি এই পেশাটিকেই বেছে নিতে চাই”। এই ফলাফলে ভীষণ খুশি প্রত্যুষার পরিবারের সদস্যরাও। প্রত্যুষার মা সাংবাদিকদের জানান, “ভালো ফলের আশা করলেও এতটা ভালো হবে সেই আশা করিনি। প্রত্যুষা যে দিনরাত বাড়িতে পড়াশোনা করত বা ৯ থেকে ১০ ঘণ্টা ধরে পড়ত এমনটাও নয়। দিনে ৩ ঘণ্টা মতো পড়াশোনা করত সে।

আমরা মনেপ্রাণে চাই প্রত্যুষা আরও সফল হয়ে উঠুক, ভবিষ্যতে যেটা নিয়ে আমাদের মেয়ে পড়তে চায়, সেটা নিয়েই পড়বে। আর সব থেকে বড় কথা, একজন ভালো মানুষ হোক আমাদের প্রত্যুষা”। ভালো ফলাফলের পর এবার স্কুলের বন্ধু ও শিক্ষিকাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছে প্রত্যুষা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *