একেবারে প্রান্তিক কৃষিজীবি পরিবার থেকে উঠে আসা তালডাংরার হাড়মাসড়া হাই স্কুলের ছাত্র সেখ আব্দুল রেজ্জাক। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাঁর নজরকাড়া সাফল্য। চলতি বছরে উচ্চ মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করেছে সে। তার প্রাপ্ত নম্বর নম্বর ৪৮৭।
বুধবার ফল প্রকাশের পর তার বাড়িতে গিয়ে দেখা গেল আনন্দোৎসবে মেতে উঠেছেন বাড়ির সকলে। কৃতি ছাত্র সেখ আব্দুল রেজ্জাকের বাবা সেখ আব্দুল খালেক পেশায় কৃষিজীবী। নিজের সামান্য জমিতে চাষাবাদ করে সংসার চালান তিনি। মা রুনা বিবি গৃহবধূ। এক ছেলে আর দুই মেয়ের মধ্যে মেজো ছেলে রেজ্জাক।
তাঁর এই সাফল্যে খুশি পরিবারের প্রত্যেকেই। তবে ছেলের উচ্চ শিক্ষার অর্থ যাতে বাধা না হয়ে দাঁড়ায় সে বিষয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গুলিকে পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তাঁরা। কৃতি ছাত্র সেখ আব্দুল রেজ্জাক বলেন, “বাবা-মা আর শিক্ষক-শিক্ষিকাদের মিলিত সাহায্যেই এই সাফল্যে এসেছে। পড়াশুনার জন্য বাঁধা ধরা কোনও সময় ছিল না।” তবে আগামী দিনে পদার্থ বিদ্যা নিয়ে পড়াশুনা করে এগিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য বলে সে জানিয়েছে।
আব্দুল রেজ্জাকের বাবা সেখ আব্দুল খালেক বলেন, “বাড়িতে অর্থ সংকট ছিল। টিউশন মাস্টাররা পড়ানোর জন্য কোনও ফি নিতেন না। আমি সামান্য চাষবাস করি। এভাবেই সংসার চালাই। এরপর কিছু সাহায্য পেলে ভালো হয়। তাহলে ওঁর উচ্চশিক্ষা চালিয়ে নিয়ে যেতে পারব।” আব্দুলের মাও জানান, এই অভাবের সংসারে সরকার যদি কিছুটা সাহায্য করে তাহলে ছেলে আরও ভালো পড়াশোনা করতে পারবে।
বুধবার উচ্চমাধ্যমকের ফলাফল প্রকাশ করে উচ্চ মাধ্যমিক সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এদিন বেলা বারোটা নাগাদ ফল প্রকাশ করেন। এরপর থেকেই সরকারি বিভিন্ন ওয়েবসাইটে ফলাফল দেখতে পান উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। নিজের ফলাফল জানার পরেই আনন্দে আত্মহারা আব্দুল। আগামী দিনে নিজের অধ্যাবসায় এবং পরিশ্রমের এগিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে তাঁর।