WB Uccha Madhyamik Result 2023 : ভাই-বোন একসঙ্গে মেধা তালিকায়, আনন্দে আত্মহারা আরামবাগের কুণ্ডু পরিবার – wb uccha madhyamik result 2023 brother and sister scores well from a family at arambagh


একজন পঞ্চম, আরেকজন সপ্তম। একই পরিবার থেকে দুই ভাই বোন মিলে চমকপ্রদ ফল উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। আরামবাগের কুণ্ডু পরিবার থেকে দুই ছেলে মেয়ে একই সঙ্গে মেধা তালিকায় স্থান করে নিয়েছে। দুজনের কৃতিত্বে আনন্দে আত্মহারা কুণ্ডু পরিবার।

HS Result from pass percentage 2023 : পিছিয়ে কলকাতা, পাশের হারে জেলার জয়জয়কার; ছক্কা হাঁকাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
আরামবাগের কাপশীট হাই স্কুলের ছাত্র কৌস্তুভ কুণ্ডু পঞ্চম স্থান অধিকার করেছে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯২। পাশাপাশি, ওই পরিবারের কৌশিকী কুণ্ডু সপ্তম স্থান অধিকারী করেছে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯০। একই পরিবারের দুই জন একই স্কুল থেকে মেধাতালিকায় স্থান দখল করে আরামবাগের মুখ উজ্জ্বল করেছে। একই পরিবারের দুই ভাই, কৃষ্ণ কুণ্ডুর মেয়ে কৌশিকী কুণ্ডু ও কাশিনাথ কুণ্ডু ছেলে কৌস্তুভ কুণ্ডু মেধা তালিকায় স্থান করে নিয়েছে। কৌস্তভ জানায়, ভালো ফল হবে তিনি আশা করেছিলেন। তবে চাওয়ার থেকে অনেকটাই ভালো ফল হয়েছে বলে জানান তিনি।

Uccha Madhyamik Topper 2023: উচ্চমাধ্যমিকে ৪৯৬ পেয়ে প্রথম শুভ্রাংশু, মেধাতালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার
কৌস্তভের মা জানান, দুই পরিবার একসঙ্গে থাকেন তাঁরা। একই পরিবার থেকে দুই ভাই বোন মিলে মেধা তালিকায় স্থান করে নেওয়ায় গোটা পরিবার আজ খুব গর্বিত। দুই ভাই বোন আগামী দিনে ইঞ্জিনিয়ার হতে চায়। দুজনই একসঙ্গে অনুশীলন করতো। তার ফলও পেয়েছে হাতেনাতে। দুজনে যাতে আগামী দিনে আরও উন্নতি করতে পারে, তার জন্য পরিবারের লোকজন সব সময় সর্বত চেষ্টা করবে বলে জানান হয়।

WB HS Result 2023 : ‘আগামীর দিনগুলি সাফল্যময় হোক’, উচ্চমাধ্যমিকে উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
পড়াশোনার জন্য নিজের বাবা – মায়ের পাশাপাশি স্কুল শিক্ষকদের অপরিসীম সাহায্যের কথা জানায় কৌস্তভ। যখন যে কোনও বিষয়ে তাঁর সমস্যা হলেই স্কুলের শিক্ষকরা এগিয়ে এসেছেন বলে জানায় সে। তবে সময় মুখ গুজে পড়াশোনার পক্ষপাতী ছিল না কৌস্তভ। যেটুকু সময় পড়াশোনার পেছনে ব্যয় করতো, মন দিয়ে পড়াশোনা করতো বলে জানায় কৌস্তভ। পাশাপাশি, গল্পের বইয়ের পোকা ছিল সে।
অন্যদিকে, একই পরিবার থেকে কৌশিকী কুণ্ডু মেধা তালিকায় স্থান করে নিয়েছে। কৌশিকী জানায়, দিনে কোনও বাঁধা ধরা নিয়ম ছিল না পড়ার। যতটা সময় ভালো লাগত, সেইটুকু সময় পড়াশোনার জন্য ব্যয় করতো কৌশিকী।
ফলের আগেই কৌশিকী আশা করেছিল ৪৯০ নম্বর পাওয়ার মতো পরীক্ষা দিয়েছে সে। ফলাফল বের হতে দেখা যায় নিজের ইচ্ছা অনুযায়ী নম্বর পেয়েছে সে। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, গান শোনা, নাচের প্রতি টান রয়েছে কৌশিকীর। পড়াশোনার ফাঁকে এই সব নিয়েই ব্যস্ত থাকত কৌশিকী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *