Abhishek Banerjee : নবজোয়ার শেষ হলেই দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন, পুরুলিয়া থেকে হুঙ্কার অভিষেকের – trinamool congress mp abhishek banerjee called for dharna at delhi after naba jowar programme


তৃণমূলের নবজোয়ার কর্মসূচির পরেই দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলন শুরু করবে তৃণমূল কংগ্রেস। পুরুলিয়ার জনসভা থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় আর্থিক বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এবার আন্দোলনের কেন্দ্রস্থল দিল্লি।

Kurmi Protest Against Abhishek : পুরুলিয়ায় কুড়মি কাঁটা অব্যাহত, অভিষেক দেখা না করায় বাড়ল বিপত্তি
পুরুলিয়া জেলায় বৃহস্পতিবার থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বেলায় পুরুলিয়ায় হুটমুড়া মাঠে সভা করেন অভিষেক। সেখানেই কেন্দ্রের ১০০ দিনের প্রকল্প থেকে শুরু করে আবাস প্রকল্প নিয়ে কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে সরব হন অভিষেক। তৃণমূল সমর্থকদের উদ্দেশ্যে কেন্দ্রের আদায়ের কথা তুলে ধরেন অভিষেক। অভিষেক জানতে চান, বাংলায় বিজেপি নেতাদের কাকুতি-মিনতি, দিল্লির নেতাদের কাছে গিয়ে অনুরোধ নাকি দিল্লিতে গিয়ে মানুষকে সংগঠিত করে দাবি ছিনিয়ে নিয়ে আসা হবে ?

Kurmi Protest : ‘পড়াশোনা নেই! অপরিণত মানুষের মতো কথাবার্তা’, দিলীপের মন্তব্যের কড়া সমালোচনা কুড়মি নেতার
দলের মিটিংয়ে এরপর তৃতীয় উপায়কে বেছে নেন অভিষেক। অভিষেক জানান, আপনাদের সংগঠিত করে আমি দিল্লিতে যাব। আপনাদের নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আমি নিজে অনির্দিষ্টিকালের জন্য অনশন করবো বলে দাবি করেন অভিষেক। এদিনও কেন্দ্রের কাছ থেকে এক লাখ পাঁচ হাজার কোটি টাকা বকেয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
অভিষেক এদিন বলেন, “অনেক সৌজন্যতা হয়েছে। পুরুলিয়া জেলায় ১২ লাখ জবকার্ড হোল্ডার রয়েছে। এদের সবার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।” পুরুলিয়ার মানুষকে কেন্দ্রের বিরুদ্ধে চিঠি লেখার কথা বলেন অভিষেক। এরপরেই অভিষেক বলেন, “ এই তৃণমূলের নবজোয়ার শেষ হবে, আমরা দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবো।…এটাকে সর্বাত্মক করার দায়-দায়িত্ব আমরা। দরকার হলে দিল্লির বুকে অনির্দিষ্টকালের জন্য অনশনে আমি বসবো। কিন্তু দিল্লি থেকে আপনার প্রাপ্য টাকা আমি ছিনিয়ে আনবো, আমি কথা দিয়ে যাচ্ছি।”

Abhishek Banerjee : ‘সিপিএম নিজেই ভোট পায় না…’, ২০১৯-এ বামের ভোট রামে যাওয়া নিয়ে বিস্ফোরক অভিষেক
বৃহস্পতিবার থেকে পুরুলিয়া জেলায় সফর শুরু করেছেন তৃণমূল সাংসদ। এদিনের সভার পর পাঞ্চ কৃষক মান্ডিতে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর মানবাজরে সিধু-কানু মূর্তিতে মাল্যদান কর্মসূচি রয়েছে তাঁর। পাশাপাশি, রাতে বান্দোয়ানে অধিবেশন কর্মসূচি রয়েছে তৃণমূল সংসদের।

Abhishek Banerjee : কুড়মিদের ক্ষোভের মুখে অভিষেক! গাড়়ি থেকে নেমে কথা!

কেন্দ্রীয় আর্থিক বঞ্চনার পাশাপাশি, নোটবন্দী এবং দিল্লিতে নতুন পার্লামেন্ট ভবনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর বিষয় নিয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন অভিষেক। গত লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় মানুষ বিজেপিকে নির্বাচিত করেছিল, সেবার ধর্মকে দেখে ভোট হয়েছিল। আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে মানুষ অধিকারকে দেখে ভোট দেবে বলে বার্তা তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *