Alia Bhatt: আলিয়ার পরিবারে সামিল টোটা-চূর্ণী, ছবি পোস্ট নায়িকার…


Rocky Aur Rani Kii Prem Kahaani First Look, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আলিয়া ভাটের (Alia Bhatt) পরিবারের দুই সদস্য চূর্ণী গঙ্গোপাধ্যায়(Churni Ganguly) ও টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury)। বৃহস্পতিবার সকাল সকাল ইন্টারনেটে ভাইরাল সেই ছবি। ছবিতে আলিয়া পরেছেন সাদা শাড়ি। তাঁর সঙ্গে টোটা রায়চৌধুরী পরেছেন অফ হোয়াইট পাঞ্জাবী ও চূর্ণী পরেছেন হালকা সবুজ রঙের উপর ফ্লোরাল মসলিন শাড়ি। তাঁদের সঙ্গেই ফ্রেমবন্দি হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা নমিত দাস। আসলে এই ছবিটি হল করণ জোহরের(Karan Johar) আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র একটি পোস্টার। আলিয়ার সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন রণবীর সিং(Ranveer Singh )। কথা রেখেছেন পরিচালক প্রযোজক করণ জোহর। জন্মদিনের সকালেই সেই ছবির ফার্স্টলুক সামনে আনলেন পরিচালক।

আরও পড়ুন- Director Death: আকাঙ্ক্ষা দুবের পর এবার হোটেল রুম থেকে উদ্ধার ভোজপুরি পরিচালকের দেহ, শুরু তদন্ত…

কেরিয়ারের ২৫ বছর পূর্ণ হল করণ জোহরের। সেই উদযাপনেই বুধবার একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন পরিচালক। সেই ভিডিয়োতেই প্রথম ঝলক দেখা যায় এই ছবির। বৃহস্পতিবার সকালেই একাধিক পোস্টার প্রকাশ করেন করণ। তারমধ্যেই একটি পোস্টারে আলিয়ার পাশে দেখা যায় চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীকে। ছবির গল্প যে পারিবারিক ও প্রেমে সমৃদ্ধ, তা আগেই জানা গিয়েছিল। এবার সামনে এল ছবির পোস্টার। কালারফুল পোস্টার দেখেই বোঝা যাচ্ছে এই ছবি হতে চলেছে জৌলুসে ভরপুর।

একদিকে আলিয়ার বাঙালি চ্যাটার্জি পরিবার তো অন্যদিকে রণবীর সিংয়ের পাঞ্জাবী রন্ধওয়া পরিবার। আলিয়ার পরিবারে যেমন রয়েছেন শাবানা আজমি, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও নমিত দাস। তেমনই রণবীর সিংয়ের পরিবারে রয়েছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, আমির বশীর, ক্ষিতি যোগ ও অঞ্জলী আনন্দকে। বহুবছর পর এই ছবির হাত ধরে একসঙ্গে পর্দায় দেখা যাবে ধর্মেন্দ্র ও জয়া বচ্চনকে।

আরও পড়ুন- Viral Video: সেটে ঢুকে নায়িকাকে জড়িয়ে ধরে চুম্বনের চেষ্টা যুবকের, তারপর…

ছবির শ্যুটিংয়ের সময়েই যোগাযোগ করা হয়েছিল চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সেই সময় জি ২৪ ঘণ্টা ডিজিটালকে অভিনেত্রী জানিয়েছিলেন ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’র অন্দরের অর্থাৎ শুটিংয়ের নেপথ্যের কাহিনি। চূর্ণী গঙ্গোপাধ্যায় বলেন,’ওঁরা প্রত্যেকেই খুব ভালো মানুষ। দারুণ ওয়ার্ম। কাজের অভিজ্ঞতা খুবই ভালো, খুব সুন্দর। সেটে এসেই জড়িয়ে ধরে রণবীর, গালে চুমু খাবে, ভীষণ ওয়ার্ম। তারপর শুরু কথাবার্তা, কেমন আছো? কী ব্যাপার? শটের সময় কাজে ডুবে যায় আর শট শেষে এসে আলাদা করে প্রশংসা করবে। কোন কোন জায়গাগুলো ওর ভালো লেগেছে, জানাতে ভোলে না। বড় স্টারেরা তো খুব একটা আলাদা করে প্রশংসা করেনা, কিন্তু রণবীর অন্তত আমার সঙ্গে এটা করেছে। নিজের স্টারডম ভুলে ও যে আমায় বলছে, আমার থেকে ও কী কী শিখলো, এটা আমার খুব ভালো লেগেছে।’

বুধবার কেরিয়ারের ২৫ বছরের উদযাপনে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন করণ জোহর। কুচ কুচ হোতা হ্যায়, কভি খুশি কভি গম, মাই নেম ইজ খান থেকে শুরু করে অ্যায় দিল হে মুশকিল, স্টুডেন্ট অফ দ্য ইয়ার করণের সব ছবিরই ঝলক পাওয়া যায় সেই ভিডিয়োতে। এবার মুক্তির অপেক্ষায় রকি অউর রানি কি প্রেমকাহানি। আগামী ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *