Bankura News : ঝড়ের তাণ্ডবে রাস্তায় যানজট, গাছ সরাতে হাত লাগলেন রাজ্যের মন্ত্রী – minister jyotsna mandi helps to clear traffic on bankura ranibandh road


কালবৈশাখীর তাণ্ডবে রাস্তার উপর পড়ল গাছ। রাস্তা পরিস্কার করতে আসরে নেমে পড়লেন খোদ মন্ত্রী। বৃহস্পতিবার বিকেলের কালবৈশাখীর ঝড়ে গাছ উপড়ে অবরুদ্ধ হয়ে পড়েছিল বাঁকুড়া রানিবাঁধ রাজ্য সড়ক। আটকে বহু যানবাহন। রাস্তা উপরে পড়ে থাকা গাছ সরাতে স্থানীয়দের সঙ্গে হাত লাগালেন খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জোৎস্না মান্ডি ।

WB Uccha Madhyamik Result 2023 Bankura : উচ্চমাধ্যমিকে সাঁওতালি মাধ্যমে প্রথম স্থানে তিনজন, সাফল্যের শীর্ষে ঝাড়গ্রাম-বাঁকুড়া
বাঁকুড়ার খাতড়ার এসডিও মোড়ে এদিন বিকেলে নাগাদ আচমকাই কালো মেঘে ঢেকে যায় আকাশ। সঙ্গে শুরু হয় প্রবল ঝড়। বেশ কিছুক্ষণ ঝড় স্থায়ী হয়। প্রবল ঝড়ে খাতড়ার এসডিও মোড়ে বেশ কয়েকটি গাছের ডাল ভেঙে পড়ে খাতড়া রানীবাঁধ সড়কে। বেশ কয়েকটি গাছ উপড়েও পড়ে ওই রাস্তার উপর।

TMC Leader : তৃণমূল নেতাকে বাইক থেকে ফেলে মারধরের অভিযোগ BJP-র বিরুদ্ধে! শোরগোল এলাকায়
ঝড় থামার পর রাস্তার উপর গাছ সরাতে উদ্যোগী হয় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছ সরানোর কাজে হাত লাগান রাজ্যের খাদ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডিও। পরে ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী হাজির হয়ে রাস্তা থেকে সমস্ত গাছ ও গাছের ডাল সরিয়ে ফেলে। এরপর ওই সড়কে যান চলাচল শুরু হয়।

Abhishek Banerjee Naba Jowar : ইন্দাসে বজ্রাঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের, নব উদ্যমে শুরু জনসংযোগ
মন্ত্রী জোৎস্না মান্ডি বলেন, “আমি অফিসে কাজের জন্য আসছিলাম। তখন দেখলাম রাস্তার উপর প্রচুর গাছ পড়ে রাস্তা আটকে আছে। যানজট তৈরি হয়েছে। অ্যাম্বুল্যান্স আটকে ছিল। আমি আর আমার নিরাপত্তা রক্ষীরা সকলে মিলে গাছ সরানোর ব্যবস্থা করি।” মন্ত্রী জানান, যানজট হলে সকলেরই সমস্যা হয়। সাধারণ মানুষকে ভুগতে হয়। সে কারণে আমরা সকলে মিলে সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় যানজট মুক্ত করার চেষ্টা করি। ঘটনায় সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার বিকেলে পর থেকেই একাধিক জেলায় ঝড়ের তাণ্ডব দেখা যায়। কালবৈশাখীর ঝড়ে গাছ পড়ে যায় অনেক জায়গাতেই। বিকেলের পর থেকেই কালো করে আসে আকাশ। কালো মেঘে ঢেকে যায় গোটা আকাশ। এরপর বেশ কিছু দক্ষিণ বঙ্গের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়।
এদিন ঝড়ের কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ঝড়ের তাণ্ডবে আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। ঘটনাটি ঘটে বর্ধমান-রামপুরহাট লুপলাইনের গুসকরা ও পিচকুড়ি স্টেশনের মাঝে। ট্রেন আটকে পড়ে ঝড়ের কারণে। ভুগতে হয় যাত্রীদের। প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ার ফলে ট্রেনটি বিকেল ৫টা ৪০ মিনিট থেকে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকার ফলে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *