Barrackpore Shootout : ‘আমি বাকরুদ্ধ…’, ব্যারাকপুরের ঘটনায় উদ্বেগ জানিয়েও পুলিশের তৎপরতার প্রশংসা রাজের – tmc mla raj chakraborty become speechless after meeting barrackpore shootout affected family


স্পিচলেস ! ব্যারাকপুরের ঘটনায় কথা হারালেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। টিটাগড়ে গুলিতে মৃত নীলাদ্রি’র বাড়িতে যান বিধায়ক তথা চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। বারবার কেন ব্যারাকপুরকে টার্গেট করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক। পাশাপাশি, তদন্তে পুলিশ তৎপর বলেই দাবি করেন রাজ। অর্জুন সিংয়ের উল্টো পথে হেঁটে পুলিশের ভূমিকা নিয়ে সন্তুষ্ট তিনি।

D Bapi Biriyani-তে গুলির ঘটনার সঙ্গে ব্যারাকপুর শ্যুটআউটের যোগসূত্র আছে! বিস্ফোরক অর্জুন সিং
মৃত যুবক নীলাদ্রির বাবা-মার সঙ্গে কথা বলে এসে বিধায়ক বলেন, “আমি বাকরুদ্ধ ! আমার মুখের ভাষা নেই। একজন ২৭ বছরের ছেলে গুলি করে মেরে ফেলা হল।” নিরীহ পরিবার এবং যেই জায়গায় মারা হয়েছে, যে জায়গায় ওদের দোকান সেটাও একটা সুষ্ঠু পরিবেশ সুন্দর পাড়া। এরকম ঘটনা হতে পারে তিনি ভাবতেই পারছিনা।

Barrackpore Shootout : ‘৪০ কেজির ভুঁড়ি নিয়ে কী করবে?’, ব্যারাকপুরের ঘটনায় পুলিশকে খোঁচা অর্জুনের
বারবার ব্যারাকপুরের ওপরেই কেন আঘাত আনা হচ্ছে, কেন ব্যারাকপুর কে টার্গেট করা হচ্ছে? প্রশ্ন বিধায়কের। তিনি ২০২১ এ নির্বাচনে জিতে আসার পরেই ব্যারাকপুরে পরপর এরকম ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।।আগে অনেক ঘটনা ঘটলেও সাম্প্রতিক ব্যারাকপুর অনেক শান্ত বলে দাবি তাঁর। সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে তাতে ক্ষতি হয়েছে। বিশেষ করে এই ঘটনা ব্যারাকপুরের বড় ক্ষতি বলে তিনি মনে করছেন।

Barrackpore Shoot Out : ভরসন্ধ্যায় ব্যারাকপুরে শ্যুট আউট, ডাকাতিতে বাধা দিতে গিয়ে চলল গুলি
জনমত নির্বিশেষে সকল ব্যারাকপুরবাসী চাই এই অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হোক। তাদেরকে এমন শাস্তি দেওয়ায় হোক যা দেখে আগামীতে এই ধরনের ক্রিমিনালরা এমন কাজ করতে গেলে দশবার ভাববে। রাজ বলেন, “পুলিশ হয়তো তৎপরতা সঙ্গে একজন ক্রিমিনাল কে ধরছে। কিন্তু দেখা যাচ্ছে তার আবার তিনমাস পর ছাড়া পেয়ে যাচ্ছে। আমাদের দেশের আইন অদ্ভুত যে আইনে একজন মার্ডার করার পরও তিনমাস পর তার বেল হয়ে যাচ্ছে।”
পাশাপাশি, এলাকায় আরও বেশি করে সিসিটিভি লাগানো পরিকল্পনার কথা জানান বিধায়ক। এলাকার মানুষ, ব্যবসায়ীদের আরও বেশি করে নিরাপত্তা দেওয়া হোক বলে তিনি জানান। গতকাল এই ঘটনার শোনার পরই বিধায়ক ব্যারাকপুর পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। ডিজি কে জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীকেও বিষয়টি জানিয়েছেন। তাদের তরফ থেকে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার তারা ইতিমধ্যেই নিয়েছে। খুব শীঘ্রই তা জানতে পারবেন।

Arjun Singh: ‘সিপিএম চালাতো পুলিশকে, এখন আমরাও চালাই’!

সিসিটিভির জন্য মুখ্যমন্ত্রী চার কোটি টাকা বরাদ্দ করেছে,শুধু মুখ্যমন্ত্রী কেন, আমরাও এলাকার মানুষের সুরক্ষার জন্য প্রচুর জায়গায় সিসিটিভি লাগিয়ে মানুষকে সম্পুর্ন সুরক্ষার রাখবো,আর যেন কাউকে এইভাবে প্রাণ না দিতে হয়।
তবে সাংসদ অর্জুন সিং পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন তুলেছেন, সেই বিষয়ে বিধায়ক রাজ চক্রবর্তী কোন বিতর্কে না গিয়ে তিনি বলেন, “পুলিশ প্রশাসন অনেক তৎপর। পাশাপাশি আমাদেরকেও তৎপর হতে হবে নিজেদের সুরক্ষার জন্য। প্রশাসন বেটার হলে আরও ভালো হয়. আশা করব পুলিশ প্রশাসন তাদের সেরাটা দিলে আমরা আরও বেশি সুরক্ষিত থাকব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *