Cattle Smuggling Case : গোরু পাচার করার সময় হাতেনাতে পাকাড়াও কেষ্ট! বীরভূমে অবাক কাণ্ড – birbhum police arrested two cow smugglers from rampurhat police station area


গোরু পাচারকাণ্ডে গ্রেফতারির পর বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এখন দিল্লির তিহাড় জেলে বন্দি। কিন্তু এখনও সংবাদ শিরোনামে সমানভাবে জায়গা করে নেন দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতা। গোরু পাচারকাণ্ডে রাজ্য রাজনীতি যখন উত্তাল তখন ফের গোরু পাচার করতে গিয়ে হাতেনাতে পুলিশ ধরে ফেলল কেষ্ট মণ্ডলকে। শুনে অবাক হওয়ারই কথা। যে কেষ্ট ২০২২-র অগাস্ট মাস থেকে জেলবন্দি পুলিশ তাঁকে কী ভাবে গ্রেফতার করল?এখানেই লুকিয়ে টুইস্ট। এই কেষ্ট মণ্ডলের সঙ্গে সঙ্গে অনুব্রতর সরাসরি কোনও যোগাযোগ নেই। এই কেষ্ট মুর্শিদবাদের বাসিন্দা। বুধবার গোরু পাচারের অপরাধে তাকে গ্রেফতার করেছে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ।

Anubrata Mondal : কেষ্টর কষ্ট! অনুব্রত-ছবি-সুকন্যার নামে থাকা সব সম্পত্তি অ্যাটাচ করল ED
বুধবার রাতভর তল্লাশি চালানোর পর ভোররাতে রামপুরহাট ঝাড়খণ্ড রাস্তার সুরিচুয়ার কাছে ঝাড়খণ্ড থেকে বীরভূম হয়ে পাচার করার সময় চারচাকা ভর্তি নটি গরু উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় নটি গরু। পাশাপাশি গ্রেফতার করা হয় দু’জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম কেষ্ট মণ্ডল ও নুরজামাল শেখ। ধৃতরা দুজনেই মুর্শিদাবাদের সাগরদিঘি থানায় এলাকার বাসিন্দা।

অন্যদিকে বুধবার জোড়া ধাক্কা খেয়েছেন তিহাড় জেলে বন্দি তৃণমূল নেতা। অনুব্রতর পাশাপাশি তাঁর স্ত্রী ছবি ও সুকন্যা মণ্ডলের বিপুল পরিমাণ সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি। ইডি সূত্রে খবর, অনুব্রত ও তাঁর পরিবারের নামে থাকা ১১ কোটির টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে। এছাড়াও ব্যক্তি ও ভোলেব্যোম রাইস মিলের নামে থাকা ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। গোরু পাচার মামলার তদন্তে আগেই কেষ্টর ১৭ কোটির সম্পত্তি অ্যাটচ করেছিল সিবিআই।

Anubrata Mondal News: ফের অনুব্রতর জামিনের আর্জি খারিজ! ‘অসুস্থ’ কেষ্ট তিহাড়েই
স্বাস্থ্য জনিত কারণ দেখিয়ে সম্প্রতি দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পাওয়ার আবেদন করেছিলেন অনুব্রত। বুধবার সেই জামিন মামলার শুনানি ছিল। অনুব্রত শারীরিক অবস্থার ভালো নয় বলে আদালতে দাবি করেন তাঁর আইনজীবী মুদিত জৈন। এমনকী জেল কর্তৃপক্ষের তরফে কেষ্টর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়। সওয়াল জবাব শেষে অনুব্রতর জামিনের আবেদন খারিজ করে আদালত।

Cattle Smuggling Case : শুল্ক কর্তাদেরও গোরু পাচারে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ
জামিনের আবেজন খারিজ করে বিচারক জানিয়েছেন, জুলাই মাসে ফের এই তাঁর জামিনের আবেদনের শুনানি হবে। অন্যদিকে ইডি তাঁকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে দাবি করে আদালতে জামিনের আবেদন করেন অনুব্রত কন্যা সুকন্যাও। আগামী ৯ অগস্ট দিল্লি হাইকোর্টে সুকন্যার জামিনের আবেদের শুনানি হওয়ার কথা রয়েছে। আদালত এখন কী রায় দেয় সেদিকেই তাকিয়ে সকলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *