মমতা বন্দ্যোপাধ্যায়ের এগরা যাত্রাকে নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। এদিন সকালে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, তৃণমূলের প্রবীণ নেতাদের এগরা গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর সেখানে যাওয়ার হিম্মত নেই।
আগামী শনিবার শুধু এগরা নয়, জঙ্গলমহল শালবনিতেও যাবেন মুখ্যমন্ত্রী। শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী সম্প্রদায়ের মন জয়ে নবজোয়ারের সমাবেশ থেকে ওইদিন বক্তব্যও রাখবেন তৃণমূল সুপ্রিমো।
এই নিয়ে দ্বিতীয়বার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচি নবজোয়ার যাত্রায় যোগ দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ইংরেজবাজারে প্রশাসনিক সভার শেষে তিনি অভিষেকের সঙ্গে নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন।
এগরার বাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ ওঠায় সরিয়ে দেওয়া হয় এগরার আইসিকে। ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনায় গুরুতর আহত হয়ে বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগ ওডিশায় পালিয়ে যায় কিন্তু ঘটনার তিন দিন বাদে মৃত্যু হয় তাঁর। ভানু বাগের ছেলে, ভাইপো ও স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্ফোরণের ঘটনার পরেই ভানুর ছেলে ও ভাইপোকে গ্রেফতার হয়। বুধবারই গ্রেফতার হয়েছে ভানুর স্ত্রী। এগরার ঘটনার পর গোটা রাজ্য জুড়ে বেআইনি বাজি বাজেয়াপ্ত করার কাজ চলছে।