Egra Bomb Blast: শনিবার দিল্লি নয় এগরায় যাবেন মমতা, ১০ দিন বাদে বিস্ফোরণস্থলে যাওয়া নিয়ে খোঁচা বিরোধীদের – mamata banerjee west bengal chief minister will visit egra bomb blast area


শনিবার ২৭ মে এগরা যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয়েছে ১২ জনের। আহত বেশ কয়েকজন। ঘটনায় গোটা রাজ্যে বেআইনি বাজির রমরমা নিয়ে তোলপাড় হয়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এবার এগরার বিস্ফোরণস্থল পরিদর্শনে যাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জানা গিয়েছে, এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এগরার ঘটনায় আহতদের এক লাখ টাকা ও নিহতদের জন্য আড়াই লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। ঘটনার ১০ দিন পরে এগরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

Egra Blast : ভানু বাগের মৃত্যু! পালিয়েও শেষরক্ষা হল না এগরা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্তের

মমতা বন্দ্যোপাধ্যায়ের এগরা যাত্রাকে নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। এদিন সকালে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, তৃণমূলের প্রবীণ নেতাদের এগরা গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর সেখানে যাওয়ার হিম্মত নেই।

আগামী শনিবার শুধু এগরা নয়, জঙ্গলমহল শালবনিতেও যাবেন মুখ্যমন্ত্রী। শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী সম্প্রদায়ের মন জয়ে নবজোয়ারের সমাবেশ থেকে ওইদিন বক্তব্যও রাখবেন তৃণমূল সুপ্রিমো।

Sougata Roy : ‘তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে…’, বেআইনি বাজি কারখানা নিয়ে ‘সায়েন্টিফিক’ যুক্তি সৌগতর

এই নিয়ে দ্বিতীয়বার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচি নবজোয়ার যাত্রায় যোগ দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ইংরেজবাজারে প্রশাসনিক সভার শেষে তিনি অভিষেকের সঙ্গে নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন।

Maheshtala Blast : এগরার পর এবার মহেশতলা, বাজি কারখানায় বিস্ফোরণের বলি ২

এগরার বাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ ওঠায় সরিয়ে দেওয়া হয় এগরার আইসিকে। ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনায় গুরুতর আহত হয়ে বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগ ওডিশায় পালিয়ে যায় কিন্তু ঘটনার তিন দিন বাদে মৃত্যু হয় তাঁর। ভানু বাগের ছেলে, ভাইপো ও স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্ফোরণের ঘটনার পরেই ভানুর ছেলে ও ভাইপোকে গ্রেফতার হয়। বুধবারই গ্রেফতার হয়েছে ভানুর স্ত্রী। এগরার ঘটনার পর গোটা রাজ্য জুড়ে বেআইনি বাজি বাজেয়াপ্ত করার কাজ চলছে।

Kunal Ghosh News: বাজি-বিতর্কে কুণালের মুখে ‘বুড়িমার চকলেট বোম’!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *