HS Result 2023: ছেলের সঙ্গেই মাধ্যমিক পরীক্ষা, নম্বরে টেক্কা মায়ের! মন ভালো নেই লতিকা – nadia mother son duo passed higher secondary exam with flying colours


ইচ্ছা আর মনের জোর থাকলে সবকিছুই সম্ভব, আরো একবার প্রমাণ করে দিলেন লতিকা এবং সৌরভ। তারা মা এবং ছেলে একসঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করে সকলের নজর কাড়ল। উচ্চ মাধ্যমিকের মায়ের প্রাপ্ত নম্বর ৩২৪ এবং ছেলের প্রাপ্য নম্বর ২৮৪। ৪০ নম্বর বেশি পেয়ে মায়ের আক্ষেপ, ”ছেলে যদি আমার থেকে বেশি নম্বর পেত তাহলে ভালো হত।”নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর নতুন সরদারপাড়া এলাকার বাসিন্দা লতিকা মণ্ডল। বর্তমানে তার দুই মেয়ে একটি ছেলে। মেয়ে কলেজ ছাত্রী। লতিকা মণ্ডলের বর্তমানে চল্লিশের কাছাকাছি বয়স । ছোট থেকেই আশা ছিল কলেজের গন্ডি পার করে পড়াশোনা চালিয়ে যাওয়া। আর্থিক অনটন এবং পারিবারিক সমস্যার কারণে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার পরই বন্ধ হয়ে যায় পড়াশোনা। এরপরে হাজারও চেষ্টার ফলেও সে পড়াশোনা এগিয়ে যেতে পারেনি।

WB Uccha Madhyamik Result 2023 Nadia : রাষ্ট্রবিজ্ঞানে ১০০ তে ১০০, ভবিষ্যতে অধ্যাপিকা হতে চান উচ্চমাধ্যমিকে ষষ্ঠ সৌমিলি

এরপর বাড়ি থেকে লতিকাকে দেখাশোনা করেই বিয়ে দিয়ে দেয়। প্রায় ১৯ বছর আগে বিয়ে হয়েছিল লতিকার। লতিকার বড় মেয়ে তখন কলেজের গণ্ডিতে পা দিয়েছে। তখন নতুন করে ইচ্ছা জাগে পড়াশোনা করার। এর পরেই প্রতিবেশীর সাহায্যে সে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিকে ভর্তি হন। ঠিক সেই সময় তার ছেলে সৌরভ মণ্ডল ও মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। এরপরই মাধ্যমিকের গণ্ডি পার হয়ে লতিকা মণ্ডল ভর্তি হন নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ে। ছেলে সৌরভ মণ্ডল তখন মাধ্যমিকে কালনা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছে। যেহেতু তারা একই ক্লাসে পড়ে সেই কারণে একই সঙ্গে বাড়িতে পড়াশোনা করতে বসতো। নিজের সংসার সামলে পাশাপাশি প্রতিবেশী মানুষের বিভিন্ন কটুক্তি সহ্য করেও পড়াশোনা চালিয়ে যেত সৌরভ এবং লতিকা।

WB Uccha Madhyamik Result 2023 : ভাই-বোন একসঙ্গে মেধা তালিকায়, আনন্দে আত্মহারা আরামবাগের কুণ্ডু পরিবার

বুধবার উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর পর অনলাইনে ফল দেখতে গিয়ে জানা যায়, ছেলে এবং মা দুজনেই পাস করেছে। তবে মা লতিকা মণ্ডল ছেলের থেকে ৪০ নম্বর বেশি পেয়েছে। এ বিষয়ে লতিকা মণ্ডল বলেন, আমি ছেলের মুখ থেকে জানতে পারি যে আমরা দুজনেই পাস করেছি। তবে আমি ৩২৪ নাম্বার পেয়েছি। আর ছেলে ২৮৪ নাম্বার পেয়েছে। আমি যে ৪০ নম্বর বেশি পেয়েছি সেটা ছেলে পেলেই হয়তো ভালো হতো।আগামী দিনে আরও পড়াশোনা চালিয়ে যেতে চান বলেই দাবি করেছেন লতিকা মণ্ডল।

WB Madhyamik Result 2023 : অধ্যাবসায়ের কাছে বাধা হয়নি অভাব, মাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থান জলপাইগুড়ির স্মরণের

তবে নিজে কম নম্বর পেয়েও মায়ের সাফল্যে যথেষ্ট খুশি সৌরভ মণ্ডল। তিনি বলেন মা এত ভালো ফলাফল করেছে এতে আমি মোটেও দুঃখিত নয়। আমরা একসঙ্গে পড়াশোনা করে আগামী দিনে আরও উচ্চ শিক্ষিত হতে চাই।

Higher Secondary Result: ‘বই পোকা’ শুভ্রাংশু উচ্চ মাধ্যমিকে প্রথম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *