Jalpaiguri News : ‘পুলিশে আস্থা নেই…CBI তদন্ত চাই’, জলপাইগুড়ি জোড়া আত্মহত্যার ঘটনায় ADG কে সাফ জানালেন দম্পতির দিদি – on the orders of calcutta high court adg k jayaraman came to investigate the jalpaiguri death case


West Bengal News : কলকাতা হাইকোর্টের নির্দেশে জলপাইগুড়িতে জোড়া আত্মহত্যার ঘটনায় তদন্তে এলেন ADG কে জয়রামন। আর তাঁর সঙ্গে দেখা করার পরে রাজ্য পুলিশের তদন্তে কোনও ভাবেই আস্থা নেই বলে সাফ জানিয়ে দিলেন মৃত আত্মঘাতী দম্পতির দিদি তথা BJP বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। গতকাল বুধবার জলপাইগুড়ি পুলিশ গেস্ট হাউজে আসেন ADG কে জয়রামন। জলপাইগুড়ির জোড়া আত্মঘাতী দম্পতি সুবোধ ভট্টাচার্য ও অপর্না ভট্টাচার্যের মেয়ে তানিয়া ভট্টাচার্য ও সুবোধ ভট্টাচার্যের দিদি শিখা চট্টোপাধ্যায় ADG এর সঙ্গে দেখা করেন।

Jalpaiguri News : জলপাইগুড়িতে দম্পতির আত্মহত্যা, ঘটনায় গ্রেফতার আরও ১
এদিন সুবোধ ভট্টাচার্যের দিদি তথা ডাবগ্রাম ফুলবাড়ির BJP বিধায়ক শিখা চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন, “পশ্চিমবঙ্গ পুলিশের কোনও তদন্তে আমরা খুশি না। আমার অভিযোগ করার পরেও দোষীরা ঘুরে বেড়াচ্ছে, তাঁদের পুলিশ গ্রেফতার করল না। আমি পরিষ্কার বলেছি পুলিশ প্রভাবশালীদের কথা শুনছে।

Jalpaiguri News : দম্পতি আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের আত্মসমর্পণ, শোরগোল জলপাইগুড়িতে
পশ্চিমবঙ্গ পুলিশের হাতে কেস থাকলে তদন্ত হবে না। আমরা CBI তদন্ত চাই”। এদিন আত্মঘাতী পরিবারে সদস্যরা ADG এর সঙ্গে কথা বলেন প্রায় ঘন্টাখানেক। ADG এর সঙ্গে ছিলেন পুলিশ সুপার খান্ডালবাহালে উমেশ গনপত, জোড়া আত্মহত্যার ঘটনার তদন্তকারী অফিসার শিবু কর।

Siliguri News : হঠাৎ করেই বদল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান! অস্বস্তিতে গৌতম দেব
এরপর বিকেলে ADG এর সঙ্গে দেখা করতে আসেন উত্তরবঙ্গের IG অজয় কুমার, জলপাইগুড়ি রেঞ্জের DIG সি সুধাকর। এই ঘটনায় পুলিশের তদন্তে মোটেই সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা বলেছেন, এই মামলার তদন্তে নানা ত্রুটি রয়েছে। এই তদন্তে সঠিক দিশা দিতে তাই রাজ্য পুলিশের দক্ষ অফিসারকে মাথায় রেখে সিট গঠনের প্রস্তাব দেন তিনি।

Jalpaiguri News : পাচারের আগেই উদ্ধার ৩ কেজির হাতির দাঁত, জলপাইগুড়ি থেকে ধৃত ১
তাঁর নির্দেশ, দু’মাসের মধ্যে সিটকে তদন্ত শেষ করতে হবে। ২৯শে জুন তদন্তে অগ্রগতির রিপোর্ট পেশ করতে হবে আদালতে। প্রসঙ্গত, গত এপ্রিল মাসের ১ তারিখ জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া বাসিন্দা আইনজীবী সুবোধ ভট্টাচার্য এবং তার স্ত্রী অপর্না ভট্টাচার্য বিষ খেয়ে আত্মহত্যা করেন।

সুইসাইড নোটে আত্মহত্যার জন্য জেলা তৃনমূল যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, ১৪ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ সহ মোট ৪ জনের নাম উঠে আসে। এর পরেই এই চার জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেন সুবোধ ভট্টাচার্যের দিদি শিখা চট্টোপাধ্যায়। অভিযোগের পরে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করায় শিখা চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এরপর হাইকোর্ট ADG জয়রামনকে তদন্তের নির্দেশ দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *