Kuntal Ghosh : চিঠি তদন্তে জেলে কুন্তলকে জেরা সিবিআইয়ের – cbi interrogated kuntal ghosh who was incarcerated in the presidency correctional facility


এই সময়: আদালতের অনুমতি মিলেছিল আগেই। বুধবার প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি কুন্তল ঘোষকে জেলে গিয়ে জেরা করল সিবিআই। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে চাপ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা হচ্ছে বলে জেল থেকে চিঠি লিখে আলিপুর আদালত ও হেস্টিংস থানায় অভিযোগ করেছিলেন কুন্তল।

Kuntal Ghosh Letter : কুন্তলকে জেলে জেরা করবে সিবিআই
তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই। গত সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ নিয়ে ৯ ঘণ্টা ৪০ মিনিট জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। তাঁর বয়ান খতিয়ে দেখার পর এদিন দুপুরে সিবিআইয়ের দু’জন অফিসার প্রেসিডেন্সি সংশোধনাগারে যান কুন্তলকে জিজ্ঞাসাবাদের জন্য।

Calcutta High Court Abhishek Banerjee : অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ED-CBI! আবেদন খারিজ করে ২৫ লাখ জরিমানার নির্দেশ বিচারপতি সিনহার
এঁদের মধ্যে একজন ডিএসপি ও অন্য একজন ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার ছিলেন। আদালতের অনুমতি সাপেক্ষে এদিন কুন্তলকে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সংশোধনাগার সূত্রের দাবি। সেল থেকে বের করে এনে একটি নির্দিষ্ট কক্ষে এই বহিষ্কৃত তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, অভিষেকের বক্তব্যের সঙ্গে কুন্তলের বয়ান মিলিয়ে দেখে আগামী দিনে আরও কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে।

Abhishek Banerjee : নিজামে পৌঁছলেন অভিষেক, ‘কঠিন’ প্রশ্নমালা নিয়ে তৈরি CBI-ও
কুন্তল ঘোষ জেল থেকে যে চিঠি লিখেছিলেন, তার পিছনে অন্য কারও হাত আছে কি না, সেটাই তদন্তকারীরা খতিয়ে দেখছেন। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে বলা হয়েছিল, নিয়োগ দুর্নীতির তদন্ত বানচাল করতে এই চিঠির পিছনে কোনও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের হাত থাকার যে সম্ভাবনার কথা ইডি জানিয়েছিল, তার মধ্যে সারবত্তা থাকতে পারে।

Supreme Court of India : হাইকোর্টে বড় ধাক্কা! রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন অভিষেক
সিবিআই সূত্রের খবর, এদিন তদন্তকারীরা কুন্তলকে সেই মর্মেই প্রশ্ন করেন। চিঠি লেখার আগে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল কি না, চিঠি লেখার ব্যাপারে সংশোধনাগার কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল–সেই সব বিষয়ই তাঁর কাছে জানতে চাওয়া হয়। যদিও কুন্তল এর আগে দাবি করেছেন, তিনি নিজেই এই চিঠি লিখেছেন। সিবিআই জানার এটাও জানার চেষ্টা করছে, এই চিঠির প্রেক্ষিতে স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে কী ধরনের প্রভাব পড়তে পারে এবং এতে কার সুবিধা হতে পারে।

Abhishek Banerjee : ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েও চাপে অভিষেক! জরুরি ভিত্তিতে শুনানিতে রাজি হল না হাইকোর্ট
পাশাপাশি চিঠি পাওয়ার পরে কলকাতা পুলিশ ও জেল কর্তৃপক্ষ ঠিক কী পদক্ষেপ করেছে, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এদিন কুন্তলের জেরা পর্ব প্রসঙ্গে এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘কুন্তল ঘোষ চিঠি লিখেছিলেন বলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটা তদন্তের বিষয়। কুন্তলের চিঠিতে কারও বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না। তিনি বলেছিলেন, অভিষেকের নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে। তার জন্য কুন্তলের আগে অভিষেককে ডাকা হয়েছে। কিন্তু ওই জেলে থাকা সুদীপ্ত সেন তিনটি চিঠি কোর্টের কাছে দিয়েছেন, তা নিয়ে তদন্ত হচ্ছে না কেন?’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *