Malda News : মূক বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, মালদায় গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাই – tmc leader brother arrested for the allegation of rape of minor girl at mothabari malda


মূক, বধির এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। অভিযোগের তির স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে মোথাবাড়ি থানার পুলিশ। ঘটনা মালদার মোথাবাড়ি থানার পঞ্চনন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার মোথাবাড়ি থানার পঞ্চনন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক মূক ও বধির নাবালিকাকে শারীরিক অত্যাচার করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের ভাইয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে পরিবারের সদস্যরা।

Malda TMC : অভিষেকের নির্দেশের পরেও থামছে না গোষ্ঠী কোন্দল! প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব একাংশ
অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাই এই ঘটনায় মূল অভিযুক্ত মাসুম শেখকে গ্রেফতার করেছে মোথাবাড়ি থানার পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে কংগ্রেস ও বিজেপি। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। আরেক অভিযুক্ত গা ঢাকা দিয়েছে বলে খবর। সেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Malda Fire : ছেলেটা আর বাড়ি ফিরল না ! মালদার অগ্নিকাণ্ডে মৃত রাজুর বাড়িতে শুধুই হাহাকার
ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। ক্ষমতার দম্ভে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা এবং তাঁদের আত্মীয়রা বলে দাবি সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্রের। অবিলম্বে দোষীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয় বিরোধী নেতৃত্ব।
যদিও এই ঘটনায় দায় ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দল কোনওভাবেই অভিযুক্তদের পাশে থাকবে না যথাযোগ্য আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। তবে গোটা বিষয়টি নিয়ে অভিযুক্ত মাসুম শেখের দাদা তথা স্থানীয় পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য দাউদ শেখের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Malda Fire: পাঁচ ঘণ্টা পরও জ্বলছে ইংরেজবাজারে বাজির দোকান, বাড়ল মৃতের সংখ্যা
নির্যাতিতার মা জানান, ওই নাবালিকা তাঁর কাকার বাড়ি গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে ওই নাবালিকাকে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তার উপর শারীরিক নির্যাতন করা হয়। মেয়েটি বাড়ি এসে সমস্ত ঘটনা জানায়। এরপরেই অভিযুক্তের বাড়িতে চড়াও হয় নাবালিকার পরিবারের সদস্যরা।

নির্যাতিতার মা বলেন, ” অভিযুক্ত ছেলেটা স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাই। আমি ওর কড়া শাস্তি চাই। এছাড়া যে ছেলেটা এখনও ধরা পড়েনি, আমি তারও শাস্তি চাই। বিষয়টি নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভময় বসু বলেন, “ধর্ষণ সবথেকে জঘন্যতম অপরাধ। এখানে অপরাধী কোন দলের, কার আত্মীয় এগুলো কোনও কিছু দেখা হবে না।” আপনারা নিশ্চিন্তে থাকুন, আইন আইনের পথে চলবে, ঘটনার যথাযোগ্য তদন্ত হবে বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *