Nabadwip Dham : ষষ্ঠীর দিন ভিন্ন রূপে পুজো, জামাই আদর পান নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভুও – nabadwip sri mahaprabhu worshipped specially in jamai sasthi good news


পরনে গরদের পাঞ্জাবি আর ধুতি। গলায় ফুলের মালা, মাথায় হলুদ রংয়ের পাগড়ি। জামাই বেশে সাজানো হল মহাপ্রভুকে। ষষ্ঠীর দিন জামাই রূপে পূজিত হলেন নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভু। পুরী থেকে এসেছে জামাইয়ের বস্ত্র। সারা বছর ভগবান রূপে পূজিত হলেও আজ জামাইষষ্ঠীর দিনে জামাই হিসাবে পূজিত হন গৌরাঙ্গ মহাপ্রভু।

Jamai Sasthi 2023: জামাইষষ্ঠী উপলক্ষে দোকানে দোকানে উপছে পড়া ভিড়, হাওড়ায় চমক শাশুড়ি-জামাই মিষ্টি
নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর সহধর্মিনী বিষ্ণুপ্রিয়াদেবীর পরিবারের কাছে ঘরের জামাই। সেই ভাবনা থেকেই ষষ্ঠীতে আপ্যায়ন করা হয় জামাই হিসাবে গৌরাঙ্গকে। গৌরাঙ্গ পত্নী বিষ্ণুপ্রিয়া দেবীর পরিবারের গোস্বামী বংশের সদস্যরা ষষ্ঠীর সকালে জামাই গৌরাঙ্গকে বরণ করার সমস্ত আয়োজন করেন।
এদিন গৌরাঙ্গ মহাপ্রভুকে জামাই বেশে সাজানো হয়ে থাকে। এবারে সুদূর পুরীর জগন্নাথ ধাম থেকে বিশেষ বস্ত্র আনা হয়েছিল মহাপ্রভুর জন্য। আর সেই বস্ত্র পরানো হয় ষষ্ঠীর সকালে। গরদের ধুতি আর পাঞ্জাবি। গায়ে উত্তরীয়। গলায় বিভিন্ন ফুলের মালা, হাতে ফুলের বালা আর মাথায় হলুদ রঙের পাগড়ি দিয়ে সাজিয়ে তোলা হয় মহাপ্রভুকে।

Jamai Sasthi: জামাই সেজে কব্জি ডুবিয়ে ‘অগ্রিম’ সেলিব্রেশন, শাশুড়িকে কী উপহার দিলেন রুদ্রজিৎ?
এই ভাবেই প্রথা মেনে ঘরের জামাই গৌরাঙ্গ মহাপ্রভুকে জামাই আদর করা হয়। বৃহস্পতিবার জামাইষষ্ঠীর সকালে বিষ্ণুপ্রিয়ার পরিবারের গোস্বামী বংশের মহিলারা একে একে প্রথা মেনে ধান, দুর্বা, বাঁশ পাতা ইত্যাদি দিয়ে পাখার বাতাস দেন ঘরের জামাই গৌরাঙ্গকে।

Nadia BJP Leader Death : হাঁসখালিতে বিজেপি নেতার রহস্যমৃত্যু, অভিযোগের তির তৃণমূলের দিকে
নদিয়া নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। সারা বছর ঘরে ঘরে, মন্দিরে শ্রী চৈতন্য বিষ্ণুর অবতার রূপে পূজিত হন তিনি। তবে জৈষ্ঠ্য মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে তাঁকে ” জামাতা ” হিসাবে পুজো করা হয়। নবদ্বীপে মহাপ্রভু মন্দিরের সেবায়েতরা ঘরের মেয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর স্বামী হিসাবে তাঁকে পুজো করে এদিন অন্যরকম উৎসবে মেতে ওঠেন। বিষ্ণুপ্রিয়া দেবীর ভাই মাধবাচার্যের উত্তরপুরুষরা এদিনের এই অনুষ্ঠানে যোগদান করেন।

Nabadwip News: মহাপ্রভুর অন্নপ্রাশনে ৫৬ ভোগ!

জামাই ষষ্ঠীর কারণে মহা ভোগের আয়োজন করা হয় এদিন। একাধিক ব্যঞ্জনের আয়োজন করা হয়। শ্রী মহাপ্রভুকে নিবেদন করা হয় শাক, থোড়, মোচা, শুক্ত, রকমারি তরকারি, ডাল, ভাজা, ছানার ধোকা, পনির ডালনা, পোস্ত সহ একাধিক পদ।
এর পাশাপাশি বিশেষ ভোগ হিসেবে দেওয়া হয় আমের রস ক্ষীরের সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয় জামাইষষ্ঠী স্পেশাল আম ক্ষীর। সব শেষে দেওয়া হয় মশলা দেওয়া সাজানো পান। সব মিলিয়ে এদিন জমজমাট হয়ে ওঠে নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভুর জামাই আদর অনুষ্ঠান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *