Saraighat Express : প্যান্টোগ্রাফ ছিঁড়ে বিপত্তি, থমকে এক্সপ্রেস ট্রেন! বর্ধমান-রামপুরহাট লাইনে ব্যাহত ট্রেন পরিষেবা – saraighat express stopped due to pantograph problem near ghuskora station in bardhaman line


জামাই ষষ্ঠীর দিনেও ফের ট্রেন বিভ্রাট। বর্ধমান রামপুরহাট লুপলাইনের গুসকরা ও পিচকুড়িরঢাল স্টেশনের মাঝে ১২৩৪৫ আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টগ্রাফ বিপত্তি তৈরি হয়েছে। বিকেল ৫টা ৪০ মিনিট থেকে সরাইঘাট এক্সপ্রেস সেখানে দাঁড়িয়ে রয়েছে। সেই কারণে বর্ধমান-রামপুরহাট শাখায় আপ-লাইনে ট্রেন চলাচল ব্যহত। এই ঘটনায় ব্যাপক হয়রানির মুখে পড়েছেন যাত্রীরা।Train Service Disrupted: ঝড়ে প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, আটকে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস সহ লোকালও
সরাইঘাট এক্সপ্রেস থমকে থাকার কারণে লোকাল ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটেছে। অনেকেই ট্রেন না পেয়ে আটকে রয়েছেন। একদিকে যেমন ট্রেনের যাত্রীরা সমস্যার মধ্যে পড়েছেন, তেমন রেলগেটের সামনে সরাইঘাট এক্সপ্রেস আটকে থাকার কারণ যান চলাচলের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। রেলগেটের কাছে ট্রেন থেমে যাওয়ার কারণে গাড়ি চলাচল করেত পারছে না। ফল রেলগেট এলাকায় যানজট তৈরি হয়েছে।

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *