Sitalkuchi Police Station: শীতলকুচিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে চম্পট অভিযুক্তর, আটক স্ত্রী-মেয়ে – sitalkuchi incident miscreant fired at police at the time of chasing


ফের শীতলকুচিতে চলল গুলি। রোমহর্ষক কাণ্ড কোচবিহারের শীতলকুচিতে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এক দুষ্কৃতীর বিরুদ্ধে। বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এক দুষ্কৃতীকে ধরতে গেলে উত্তেজনা ছড়ায় শীতলকুচি ব্লকের নগরনেপড়া গ্রামে। পুলিশের হাত থেকে পালাতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে। পালটা গুলি চালায় পুলিশ। দুষ্কৃতীর গুলিতে এক পুলিশ আধিকারিক জখম হয়েছে বলে খবর। অভিযুক্তকে ধরতে না পারলেও তার স্ত্রী ও মেয়েকে আটক করেছে তদন্তকারীরা।পুলিশ সূত্রে জানা গিয়েছ, বুধবার রাতে পুলিশের কাছে খবর আসে, নাল মিয়াঁ নামে এক কুখ্যাত দুষ্কৃতী বাড়ি ফিরেছে। পরিবারের সঙ্গে দেখা করতে এসেছে সেই দুষ্কৃতী। নালের বিরুদ্ধে গোরু পাচার ও গুলি চালানো সহ একাধিক মামলা রয়েছে। রাত সাড়ে ১০টায় শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নাল মিয়াঁর বাড়ি ঘেরাও করে।

Uttar 24 Pargana : নিউটাউনে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার কুখ্যাত ২ দুষ্কৃতী

শীতলকুচির পাটানটুলিতে বাড়ি চতুর্দিক থেকে ঘিরে ফেলার পর পুলিশ দরজা ধাক্কা মারতেই নাল মিয়াঁ ও তার এক সঙ্গী বাড়ির পেছনে প্রাচীর টপকে পালানোর চেষ্টা করে। কিন্তু বেরতেই তারা বুঝতে পারে চতুর্দিক থেকে পুলিশ বাড়ি ঘেরাও করে রেখেছে বুঝতে পেরে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। গুলি লেগে জখম হন একজন পুলিশকর্মী। শীতলকুচি থানার পুলিশও পালটা তাদের লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি চালায়। কিন্তু তাতেও অন্ধকার থাকার সৌজন্যে নাল মিয়াঁ পালিয়ে যায়। পুলিশ তাঁর স্ত্রী ও মেয়েকে আটক করে। তাতেও এখনও কুখ্যাত দুষ্কৃতীর কোনও খোঁজ মেলেনি। গোটা জেলায় খোঁজ চালানো হচ্ছে তাঁর।

Barrackpore Shoot Out : ভরসন্ধ্যায় ব্যারাকপুরে শ্যুট আউট, ডাকাতিতে বাধা দিতে গিয়ে চলল গুলি

জানা গিয়েছে, রাত থেকেই নাল মিয়াঁর বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে অভিযুক্ত আজিজুল মিয়া ও তার সঙ্গে থাকা দুষ্কৃতীরা। সেই সময় পুলিশও পাল্টা গুলি চালায়। দুষ্কৃতীরা গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Barrackpore Shootout : ‘৪০ কেজির ভুঁড়ি নিয়ে কী করবে?’, ব্যারাকপুরের ঘটনায় পুলিশকে খোঁচা অর্জুনের

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ২০২১ সালে বিধানসভা ভোটের সময় ১০ এপ্রিল কোচবিহারের শীতলকুচিতে জোড়পাটকি ১২৬ নম্বর বুথে ভোটগ্রহণ কেন্দ্রে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। উন্মত্ত জওয়ানদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় জওয়ানদের। আমজনতার আক্রমণের সময় CISF কর্মীরা গুলি চালিয়ে ছিল বলে অভিযোগ। ঘটনায় মৃত্যু হয় চার জনের ।

রাতের শহরে শ্যুটআউট!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *