The Kerala Story Full Movie : ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শন রাজ্যের একটি মাত্র হলে! ছবি দেখতে ভিড় কেমন? – the kerala story running successfully in bangaon sreema cinema hall


অদাহ শর্মা অভিনীত সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে তুঙ্গে চর্চা। ছবি মুক্তির পর বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজ্য সরকারে নিষেধাজ্ঞার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ছবির নির্মাতারা। ১৮ মে শীর্ষ আদালত মমতার সরকারের নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ জারি করে।

The Kerala Story : সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের, ‘দ্য কেরালা স্টোরি’ ব্যানের সিদ্ধান্তে স্থগিতাদেশ
কলকাতায় নিজের ছবির প্রচারে আসেন পরিচালক সুদীপ্ত সেন ও অভিনেত্রী অদাহ শর্মা। নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও বাংলায় পর্যাপ্ত সিনেমা হল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। অবশেষে বাংলায় এই ছবির প্রদর্শন শুরু হলেও তা ছবি নির্মাতা বা কলাকুশলীদের মোটেও আনন্দিত করবে না। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর রাজ্যের একটি মাত্র সিনেমা হলে চলছে এই ছবি। উত্তর ২৪ পরগণার বনগাঁর ‘শ্রীমা’ হলে চলছে এই ছবি।

The Kerala story Ban : ‘জোর করে ছবি ব্যান করা বেআইনি’, সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতেই বিস্ফোরক ‘দ্য কেরালা স্টোরি’-র পরিচালক
বাংলায়র একটি মাত্র সিনেমা হলে এই ছবির প্রদর্শন শুরু হওয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকের দাবি, কোনও অলিখিত চাপের কারণেই বাংলার সিনেমা হলগুলি এই ছবি প্রদর্শনের কোনও ঝুঁকি নেয়নি।

বনগাঁর যে সিনেমা হলে এই ছবিটি চলছে সেখানে দর্শকদের কেমন সাড়া, অনেকের মনে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও শ্রীমা হল কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, বেশ কয়েকদিন ধরে এই ছবি চললেও দর্শকদের মধ্যে তেমন কোনও সাড়া নেই। এই ঘটনায় খানিক অবাক হয়েছেন হল মালিকপক্ষ।

সুমন মজুমদার নামের এক দর্শক বলেন, ‘সোশ্যাল মিডিয়া থেকে ছবির গল্প জানার পর দেখার জন্য আমরা আকৃষ্ট হয়েছি। সাম্প্রদায়িকতার গল্প তুলে ধরা হয়েছে। আগ্রহ থাকার কারণে দেখতে এসেছি। আমি রাজনীতির সঙ্গে যুক্ত নেই। আগ্রহ রয়েছে বলেই এই ছবিটা দেখতে এসেছি। কেন্দ্র সরকার এই সিনেমা চলার অনুমতি দিয়েছিল, তাই এটা চলতে দেওয়া উচিত।’

The Kerala Story: ‘গর্ব করতে এসেছিলাম, হতাশ হয়ে ফিরছি’, কলকাতায় বসে আক্ষেপ দ্য কেরালা স্টোরির পরিচালক সুদীপ্তর
সোমা সরকার নামের আরেক দর্শক বলেন, ‘এই সিনেমাটা সবার দেখা উচিত। বিশেষ করে প্রাপ্তবয়স্ক মেয়েদের এই সিনেমা দেখা দরকার। রাজ্য সরকার নিষেধাজ্ঞা কেন জারি করেছে সেটা জানি না। এটা একান্তই সরকারের ব্যাপার, আমরা সাধারণ মানুষরা এতে গুরুত্ব দিই না। তবে হ্যাঁ এই সিনেমা দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি মনে করি এই ছবি সবার দেখা প্রয়োজন, কারণ এতে বেশ কিছু বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *