বুধবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল কিন্তু সেই রেজাল্ট দেখার জন্য মেয়েটাই আর নেই। করুণঘন কণ্ঠে আক্ষেপ কালিয়াগঞ্জের সাহেবঘাটার গাঙ্গোয়া গ্রামের নিহত মেয়েটির মায়ের। উচ্চমাধ্যমিকে ২৪৩ নম্বর পেয়ে পাশ করেছে কালিয়াগঞ্জের গাঙ্গোয়া গ্রামের নাবালিকা ছাত্রী। যার মৃত্যুতে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। দফায় দফায় উত্তেজনা,সংঘর্ষ,ভাঙচুর চলেছিল কালিয়াগঞ্জে। এখন পরিস্থিতি অনেকটাই শান্ত, গ্রামটিও এখন নীরব। সমাধির নিচে শায়িত রয়েছে সেই নাবলিকার মৃতদেহ।মেয়ে উচ্চমাধ্যমিক পাশ করলেও আনন্দ এবং উচ্ছ্বাস নেই পরিবারের মধ্যে। রয়েছে শুধু বিষাদের ছাপ। নাবলিকার মা অশ্রুভেজা কন্ঠে বলেন,”বড় হয়ে নার্স হওয়ার ইচ্ছে ছিল মেয়ের। কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হল না।মেয়ে পড়াশোনায় খুবই ভালো ছিল। ইচ্ছে ছিল মানুষের মত মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়াবে। মেয়ের ইচ্ছে ছিল যে সে একজন নার্স হবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখে খুবই দুঃখ হচ্ছে, যা ভাষায় প্রকাশ করতে পারব না। আফসোস সেই আশা আর পূর্ণ হল না। যদি আজ মেয়ে বেঁচে থাকতো তাহলে রেজাল্ট দেখে কত আনন্দ পেত। দোষীদের চরম শাস্তি চাই। কীভাবে ওর মৃত্যু তার সিবিআই তদন্ত চাই।”
Uccha Madhyamik Result 2023 WB : মাধ্যমিকে র্যাঙ্ক না হওয়ার আক্ষেপ মিটল! উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় দশম স্থানে জয়নগরের সৌম্যদ্বীপ
ইতিমধ্যেই ওই নাবালিকার মৃত্যুর তদন্তে শিট গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এমনকি দরকারে মৃতদেহ তুলতেও পারবে তদন্তকারী দল। এত কিছুর মধ্যেও মেয়েটির উচ্চ মাধ্যমিকের সফলতার পরও বিষাদের সুর গ্রাম জুড়ে। রতন বর্মন নামে এক গ্রামবাসী জানিয়েছেন, “ছোটবেলা থেকেই মেয়েটি পড়াশোনায় ভালো ছিল। মাধ্যমিকেও রেজাল্ট ভালো করেছে। উচ্চমাধ্যমিকেও ভালো ফল করেছে। কিন্তু মেয়েটাই তো নাই, রেজাল্ট নিয়ে আর কি হবে? বলার ভাষা নেই। শুনেছি সিট গঠন করেছে। কিন্তু কই? কি যে হচ্ছে?” তদন্ত তাড়াতাড়ি হোক এটাই আশা গ্রামবাসীদের।
District Topper in HS Exam 2023: ‘ভেবেছিলাম প্রথম হব! একটুর জন্য…’, নিজেকেই সাফল্যের কৃতিত্ব উৎসর্গ করে আফসোস উচ্চমাধ্যমিকে দ্বিতীয় আবুর
অপরদিকে, সাহেবঘাটা এন এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আখতার হোসেইন বলেন, “মেয়েটি ভালো রেজাল্ট করেছে। ক্লাস ফাইভ থেকেই ভাল ছাত্রী ছিল। খেলাধুলাতেও ভালো ছিল। আচার-আচরণেও ভালই ছিল। মেয়েটি আজ নেই, খুব খারাপ লাগছে। আমরা বাকরুদ্ধ।”
HS Result 2023: ছেলের সঙ্গেই মাধ্যমিক পরীক্ষা, নম্বরে টেক্কা মায়ের! মন ভালো নেই লতিকা
Kaliaganj Incident: কালিয়াগঞ্জে থানায় আগুন! রণক্ষেত্র!
মেয়েটির স্বপ্ন পূরণ হল না। এই আক্ষেপেই দিন কাটাচ্ছে নাবালিকার পরিবারের সদস্যরা। তাদের একটাই আশা, যে যারা প্রকৃত দোষী তাদের চরমতম শাস্তি হোক। আর এই আশাতেই বুক বাঁধছে নাবালিকার পরিবার ও আত্মীয়-স্বজনেরা। এখন কবে তদন্ত শেষে প্রকৃত দোষীরা শাস্তি পাবে সেটা সময়ের অপেক্ষা।