UPSC পরীক্ষায় দিয়া দত্তের ব়্যাঙ্ক ৭৮২। উত্তর ২৪ পরগনা মাত্র দুজন সফল হয়েছে তার মধ্যে দিয়া একজন। তাঁর বাবা সরকারি চাকুরিজীবী। দিয়ার এই সাফল্য ভীষণ খুশি তাঁর মা সংঙ্ঘমিত্রা দত্ত। জানালেন, ছোট থেকেই মেয়ে মেধাবী। স্কুলে প্রথম সারিতেই ছিল তাঁর স্থান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিল সে। মাধ্যমিকে মেরিট লিস্টে নাম না থাকলেও এলাকার মধ্যে সর্বাধিক নম্বর ও উচ্চমাধ্যমিকে জেলার সেরার তালিকায় ছিল দিয়া দত্তের নাম। এর জন্য সেসময় তাঁকে বিভিন্ন সংবর্ধনাও দেওয়া হয়।
সিভিল সার্ভিসই ছিল দিয়ার ধ্যানজ্ঞান। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, UPSC-এর প্রস্তুতির জন্য রীতিমতো ঘর বন্ধ করে পড়াশোনা করেছেন তিনি। ভবিষ্যতে মেয়েদের উন্নয়নের জন্য কাজ করতে চান দিয়া। কঠোর পরিশ্রমের পর পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য খুশি হলেও নম্বর নিয়ে সন্তুষ্ট নন দিয়া। তিনি আরও ভালো ফলের আশা করেছিলেন। যদিও দিয়ার রেজাল্ট জানার পর খুশিতে ভাসছেন আত্মীয় পরিজন থেকে পাড়া পড়শিরা। বাড়িতে লেগেই আছে শুভ্যানুধায়ীদের যাতায়াত।
শুধু বিধায়ক, এলাকার কাউন্সিলরই নন, দিয়াকে ফোন করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয় তাঁর বাড়িতে এবং বিধায়কের পক্ষ থেকেও শুভেচ্ছা বার্তা ফুল-মিষ্টি পাঠানো হয়। পাশাপাশি একাধিক সংগঠনের পক্ষ থেকেও বাড়িতে এসে UPSC কৃতী দিয়াকে শুভেচ্ছাবার্তা জানিয়ে যায়। দেশের ভেতর অশোকনগরের নাম উজ্জ্বল করল দিয়া ভবিষ্যতে একাধিক পরিকল্পনা রয়েছে তাঁর।
২০২২ সালের সেপ্টেম্বর মাসে UPSC-র লিখিত পরীক্ষা নেওয়া হয়। মৌখিক এবং পার্সোনালিটি টেস্ট নেওয়া হয়েছে চলতি বছরের শুরুতে । এ বছর দেশের মধ্যে ৯৩৩ জন এই পরীক্ষায় সাফল্য পেয়েছেন বলে জানানো হয়েছে।