ঝাড়গ্রামে রোড শো করে আপ্লুত অভিষেক ফেসবুকে লেখেন, ‘জঙ্গলমহলকে সাজিয়ে তুলতে প্রকৃতি কোনও কার্পণ্য করেনি! আজকের জেলায় আগমন অনুষ্ঠানেও সেই একই উদারতার সাক্ষী থাকলাম আমি! এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শত শত জনতার মধ্যে যে সারল্য ও অতিথি বাৎসল্য আমি দেখেছি, তা অতুলনীয়।’