অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পান। তাঁর যাবার রুট আগে থেকেই জানানো থাকে। পুরুলিয়া সহ কয়েকটি জায়গায় কুড়মিদের বিক্ষোভ হয়েছে। তারপরেও ঝাড়গ্রাম এর বিক্ষোভ হতে পারে তার আগাম সংকেত ছিল না জেলা পুলিশের কাছে? প্রশ্ন উঠেছে।
ঝাড়গ্রামের এসপির ভূমিকায় ক্ষোভ প্রকাশ নবান্ন শীর্ষ মহলের। ঝাড়গ্রাম এ কুড়মিদের বিক্ষোভ হতে পারে সেই আশঙ্কার কথা জেলা পুলিশকে জানানোর পরেও কেন পর্যাপ্ত ব্যবস্থা হল না নিরাপত্তার? ঝাড়গ্রাম এসপির থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হল। পুরো ঘটনার বিবরণ রিপোর্ট দিতে বলা হয়েছে।
যদিও কুড়মিদের তরফে এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এক কুড়মি নেতা জানান, যেখানে বিক্ষোভ দেখানোর জন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, সেখানে কোনও অশান্তি হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় চলে যাওয়ার পর কিছু গাড়িতে হামলা হয়। সেই বিষয়টি প্রশাসন খতিয়ে দেখুক বলে জানানো হয়।
শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের পেছনের অংশের কিছু গাড়িতে হামলা চালানো হয়। ইট বৃষ্টি করা হয় গাড়ি লক্ষ্য করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নবজোয়ার কর্মসূচি থেকে অধিবেশনে যাওয়ার পথে মন্ত্রী বীরবাহা হাঁসদা গাড়ি ভাঙচুরের অভিযোগ।
জানা যায়, লোধাশুলি থেকে যাওয়ার পথে ঝাড়গ্রাম ব্লকের অন্তর্গত শালবনি এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর একাধিক গাড়িতে আক্রমণ করা হয়। ইটের আঘাতে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাঁচ ভেঙে যায়। তাঁর গাড়ির চালক আহত হন বলেও জানা গিয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। কুড়মি নেতাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় তাঁকে।
গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। এই ঘটনার মধ্যেও রাতের অধিবেশন কর্মসূচিতে নির্বিঘ্নে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরে রাতে অধিবেশন কর্মসূচিতে যোগ দেন তিনি। কর্মীদের উদ্দেশে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বার্তা দেন তিনি।