Abhishek Banerjee Convoy Attack : ‘৪৮ ঘণ্টা সময় দিলাম, দোষীদের চিহ্নিত করুন’, কুড়মি নেতাদের ডেডলাইন অভিষেকের – abhishek banerjee given forty eight hours to answer kurmi community on convoy attack incident


কুড়মি বিক্ষোভ নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কুড়মি সম্প্রদায়কে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন অভিষেক। এমনকি কুড়মি বিক্ষোভ থেকে ” জয় শ্রী রাম ” স্লোগান উঠেছে বলেও দাবি করেন তিনি। অভিষেক এদিনের সভা থেকে বলেন, ” আপনাদের তো দাবি একটাই, দশটা করে গ্রুপ কেন?” তিনি জানান, কুড়মি আন্দোলনকারীরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে পারে, সেক্ষেত্রে কনভয় লক্ষ্য করে ইট পাটকেল কেন ছোঁড়া হল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Jhargram Kurmi Protest : অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে বিপত্তি, কুড়মিদের ছোড়া ইটে ভাঙল মন্ত্রীর গাড়ির কাঁচ
এদিন তিনি আরও জানান, আন্দোলনের নামে যাঁরা জল্লাদদের উল্লাস মঞ্চ করে যাঁরা এই ঝাড়গ্রামে অশান্তি ফিরিয়ে আনছে, আপনারা শপথ নিন, তাদেরকে আপনারা ক্ষমা করবেন না। এই কুড়মি সমাজের পেছনে কোনও রাজনৈতিক দল আর নেতা আছে আমরা জানি। এই আদিবাসী কুড়মি সমাজের স্লোগান হবে জয় গোরাম, জয় শ্রী রাম স্লোগান কেন হবে ? প্রশ্ন তোলেন অভিষেক।

Abhishek Banerjee Convoy Attack : ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলা, পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব নবান্নের
অভিষেক জানান, বিক্ষোভ দেখে আমি হেঁটে গিয়েছি। দেড় কিলোমিটার হেঁটে গিয়েছে। আদিবাসী কুড়মি সমাজের কোনও স্মারক লিপি দেওয়ার থাকলে তাঁরা সেখানেই তাঁকে দিতে পারতেন বলে জানান তিনি। এরপরেই অভিষেক হুঁশিয়ারি দেন, “আমি কুড়মি সমাজের মাথা যাঁরা রয়েছে, তাঁদেরকে মিডিয়ার সামনে এসে বলতে হবে এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ আছে কিনা।”

Abhishek Banerjee: ‘বুকের পাটা থাকলে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করে দেখান’, অভিষেককে চ্যালেঞ্জ নিশীথের
এরপরেই ৪৮ ঘণ্টা সময় দেন কুড়মি নেতাদের। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংবাদ মাধ্যমের সামনে এসে এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও প্রতিনিধি জড়িত কিনা তার জবাব দিতে হবে। তিনি জানান, আজকে যারা গুন্ডামি করেছে, যারা এই ইট পাটকেল ছুঁড়েছে তাদের সঙ্গে কুড়মি সমাজের প্রতিনিধিদের কোনও যোগাযোগ আছে কিনা তা স্পষ্ট করতে হবে।

Abhishek Banerjee : কুড়মিদের ক্ষোভের মুখে অভিষেক! গাড়়ি থেকে নেমে কথা!

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় ঝাড়গ্রামে গোপীবল্লভপুর যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চলে যাওয়ার পর পেছনের অংশের একাধিক গাড়ির উপর ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। ইট লেগে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাঁচ ভেঙে যায়। একাধিক গাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ। কিছুদূর গিয়ে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। এই ঘটনার মধ্যেও রাতের অধিবেশন কর্মসূচিতে নির্বিঘ্নে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরে রাতে অধিবেশন কর্মসূচিতে যোগ দেন তিনি। কর্মীদের উদ্দেশে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বার্তা দেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *