আর সেখানেই বেলাগাম হয়ে বলেন, “দলীয় কর্মীদের বলছি, তৃণমূলের নামে যারা খারাপ ভাষা ব্যবহার করবে, গ্রামের ভিতর থেকে তাঁদের ধরে আনতে হবে। তাঁদের ধরে এনে বেঁধে হাত পা গুঁড়ো করে দিতে হবে”। উল্লেখযোগ্য বিষয়, যখন আরাবুল এই ধরনের কথা দলীয় সভা থেকে বলছেন, সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন ভাঙড় কেন্দ্রের পর্যবেক্ষক তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
আরাবুলের এই বক্তব্যের পর তাঁকে হাসতে দেখা যায়। এখানেই না থেমে আরাবুল ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ISF কর্মীদের গ্রেফতার করা না হলে থানা ঘেরাও করার হুমকি দেন। তিনি বলেন, “যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের অবিলম্বে গ্রেফতার করতে হবে না। হলে আগামী দিনে থানা ঘেরাও করা হবে বলে”।
বৃহস্পতিবার গানেরআইট এলাকা থেকে এই সমস্ত হুঁশিয়ারি দেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম। ভাঙড়ের গানেরআইটে বোমা বিস্ফোরণের ঘটনায় ISF-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। ঘটনায় ১৩ জন ISF কর্মীর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।
ঘটনার পর ৪৮ ঘণ্টা কেটে গেলেও কেউ গ্রেফতার হয়নি এখনও। তারপরেই শওকত মোল্লার নেতৃত্বে এদিন সেই গানেরআইটে একটি ধিক্কার মিছিল ও সভা করে তৃণমূল। সেই সভা থেকে ISF-কে ছাগল চোর মুরগি চোর বলে বিদ্রুপ করেন আরাবুল।
তিনি বলেন, “ISF কথায় কথায় তৃণমূলকে চোর বলে। ওরা নিজেরা কি? ওরা নিজেরাই ছাগল চোর, মুরগি চোর, গোরু চোর। রাস্তার ওপরে নিজের বাড়ির ছাগলকে চড়তে দিন, দেখবেন কোনও ISF কর্মী সেটা নিয়ে গায়েব হয়ে গিয়েছে”।
ISF-এর বিরুদ্ধে ঠিক এই ভাষায় বিদ্রুপ করেন তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম। পাশাপাশি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে অপরাধীদের গ্রেফতারের দাবি জানান তিনি। গ্রেফতার না হলে থানা ঘেরাও করার হুমকি দেন আরাবুল ইসলাম।