Egra Blast: ‘বেআইনি বাজি উদ্ধারে চালিয়ে যেতে হবে অভিযান’, মুখ্যমন্ত্রীর এগরা সফরের আগে নির্দেশ মুখ্যসচিবের – chief secretary of west bengal hold a high level meeting before of mamata banerjee visit to egra


শনিবার এগরায় যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই শুক্রবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যসচিব। এদিনের বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলাশাসক এবং পুলিশ সুপাররা।

জানা গিয়েছে, যারা বাড়িতে বাজি বানাচ্ছে তাদের অন্য কোথাও স্থানান্তর করা যায় কিনা তা খতিয়ে দেখার কথা বলা হয়েছে এদিনের বৈঠকে। পাশাপাশি, বাজি বানানোর জন্য তাদের নির্দিষ্ট জায়গায় জমি দেওয়া যায় কিনা সেই বিষয়টিও আগামীদিনে খতিয়ে দেখার কথা বলা হয়েছে।

Egra Bomb Blast: শনিবার দিল্লি নয় এগরায় যাবেন মমতা, ১০ দিন বাদে বিস্ফোরণস্থলে যাওয়া নিয়ে খোঁচা বিরোধীদের
পাশাপাশি কোনও জনবসতিপূর্ণ এলাকায় যাতে বাজি তৈরি না হয় তা নিশ্চিত করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বেআইনি বাজি উদ্ধারে চালিয়ে যেতে হবে অভিযান, দেওয়া হয়েছে সেই নির্দেশও। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে পুলিশ প্রশাসনকে, এদিনের বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব, নবান্ন সূত্রে খবর এমনটাই।

পাশাপাশি পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে মুখ্য সচিব তদন্ত প্রসঙ্গেও প্রশ্ন করেন। পাশাপাশি জেলার অধীনে গোয়েন্দা বিভাগগুলিকে আরও সজাগ করার কথা বলেন মুখ্যসচিব, জানা গিয়েছে এমনটাই।

Bhanu Bag Egra : এগরা বিস্ফোরণে অভিযুক্ত ভানুর মৃত্যু, সরকারের ঘোষণা মতো আর্থিক সাহায্য পাবে পরিবার?
উল্লেখ্য, ১৬ মে এগরার খাদিকুল গ্রামে একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা যায়, বেআইনিভাবে চলছিল ওই বাজি কারখানাটি। এই ঘটনায় পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয়রা। ঘটনায় আহতদের সম্পূর্ণ চিকিৎসার খরচ সহ এক লাখ টাকা ক্ষতিপূরণ এবং নিহতদের পরিবারের প্রতি আড়াই লাখে আর্থিক সাহায্য ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
এবার এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, আহত এবং নিহতদের পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি। উল্লেখ্য, শনিবার এগরার পাশাপাশি তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতেও যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, শালবনির সভায় অংশ নিতে পারেন তিনি।

Egra Blast : ভানু বাগের মৃত্যু! পালিয়েও শেষরক্ষা হল না এগরা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্তের
উল্লেখ্য, এগরার ঘটনায় সরব হয়েছিলেন বিরোধীরা। ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছলে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের। ঘটনায় CID তদন্তের নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এগরার বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানু বাগের মৃত্যু হয় ওডিশাতে। বিস্ফোরণের পর তিনি ছেলে এবং ভাইপোকে নিয়ে প্রতিবেশী রাজ্যে পালিয়ে গিয়েছিলেন। সেখানে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। কিন্তু, ওডিশাতেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ভানুর। এরপরেই গ্রেফতার করা হয় তাঁর স্ত্রী, ছেলে এবং ভাইপোকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *