Howrah News : জঙ্গলের মধ্যে ডাঁই করে রাখা বাজি! হাওড়া পুলিশের অভিযানে উদ্ধার – a huge quantity of bets was recovered from jagatballabpur in howrah


Fire Crackers : এগরা ও বজবজের বাজি কারখানায় বিস্ফোরণের পর রাজ্য জুড়ে শুরু হয়েছে বেআইনি বাজি ও শব্দবাজির বিরুদ্ধে অভিযান। যার জেরে প্রতিদিন রাজ্যের কোনও না কোনও জায়গা থেকে ধরা পড়ছে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি। আর এই অভিযানে পিছিয়ে নেই হাওড়া জেলার পুলিশও। এদিন ফের বিপুল পরিমান বাজি উদ্ধার করা হয়েছে জগৎবল্লভপুরের পাতিয়াল মালপাড়া গ্রাম থেকে। এখানে একটি জঙ্গলের মধ্যে থেকে এই বাজি উদ্ধার হয়। পুলিশের অনুমান, কারও বাড়িতে এই বিপুল পরিমাণ বাজি মজুত করা ছিল। এরপর ধরা পড়ার ভয়ে ফেলে দেওয়া হয়েছে জঙ্গলে।

Mamata Banerjee : বেআইনি বাজি ধরতে এসপি-রাও এবার ময়দানে, নির্দেশ নবান্নের
কিছুদিন আগে একই জায়গা থেকে প্রচুর পরিমাণে বাজি উদ্ধার করেছিল জগৎবল্লভপুর থানার পুলিশ। এদিন ফের একই জায়গা থেকে বাজি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, “কয়েকদিন আগেই পুলিশ এখানে হানা দিয়েছিল। প্রচুর বাজি উদ্ধার করে নিয়ে যায়।

Budge Budge Blast : পুলিশি অভিযান অব্যাহত, বেলঘড়িয়া থেকে উদ্ধার ১০০ কেজি নিষিদ্ধ বাজি
তারপর আজ দেখলাম আবার এসেছে, আর এসে জঙ্গল থেকে বাজিগুলি নিয়ে যায়। কে বা কারা এই বাজি জঙ্গলে রেখে গিয়েছে আমাদের তা জানা নেই। হয়ত কেউ বাজিগুলি এখানে দেখতে পেয়ে পুলিশে খবর দিয়েছে”। বিশেষ সূত্রে আরও জানা গিয়েছে, শুধু জগৎবল্লভপুর নয়, জেলার উত্তর পাঁচলার গজগিরি এলাকাতেও হানা দেয় পুলিশ।

Jamai Sasthi 2023: জামাইষষ্ঠীর দিনই গ্রেফতার জামাই, শ্যালকের কাণ্ড ধামাচাপা দিতে গিয়েই বিপদ
এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে পুলিশ প্রায় সাড়ে ১৬ হাজার কেজি বেআইনি বাজি উদ্ধার করে। তাঁর বাড়িতে অবৈধ শব্দ বাজি-সহ বিভিন্ন ধরনের বাজি মজুত রাখা ছিল। সব মিলিয়ে যার পরিমাণ ছিল প্রায় সাড়ে ১৬ হাজার কেজি। ওই সমস্ত বাজি, বাজেয়াপ্ত করেছে পুলিশ। উল্লেখ্য, রাজ্যে ঘটে যাওয়া তিনটি ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই জেলায় জেলায় অভিযান চালাচ্ছে পুলিশ।

Nadia firecracker seize news : দোকানে মিলেছে ১৭ কেজি বাজি, নদিয়ায় গ্রেফতার প্রাথমিক স্কুলের শিক্ষক
প্রতিদিনই প্রচুর পরিমাণে বেআইনি বাজি উদ্ধার হচ্ছে। মঙ্গলবার হাওড়ার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৮০০ কেজি বাজি উদ্ধার করেছে পুলিশ। হাওড়া কমিশনারেট এবং গ্রামীণ এলাকায় এই অভিযান চালানো হয়েছিল। যার মধ্যে ডোমজুড় থেকে উদ্ধার হয়েছে ৪০০ কেজি।

Nadia News : এগরা বিস্ফোরণের জের, নদিয়ায় উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি
হাওড়া সিটি পুলিশ দাসপুর, সাঁকরাইল এবং জগৎবল্লভপুরে অভিযান চালিয়ে যথাক্রমে ১৪৮ কেজি, ৫০ কেজি এবং ১০০ কেজি বাজি উদ্ধার করেছে। সম্প্রতি রাজ্যের তিন জায়গায় বাজি কারখানা ও বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। পূর্ব মেদিনীপুরের এগরা, দক্ষিণ ২৪ পরগনার বজবজ এবং মালদায় একের পর এক এই বিস্ফোরণের ঘটনাগুলি ঘটেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *