Howrah News : মহাবিদ্যা বিফলে! চুরি যাওয়া বাইক নিয়ে তেল ভরাতে এসেই পাকড়াও চোরবাবাজি – thief caught and beaten by mass at howrah jagatballavpur


বলাই হয়, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। পাপ তো আর লোকানো যায় না। সেরকমটাই হল হাওড়া জেলার জগৎবল্লভপুরে। চুরি করা গাড়ি নিয়ে চুরির ঘটনাস্থলের কাছেই তেল ভরতে গিয়েছিল গুণধর। ব্যাস! আর যায় কোথায়। সিসিটিভির ফুটেজ দেখে আগেই চোরের মুখ চিহ্নিত করে রেখেছিল এলাকাবাসীরা। চোর বাবাজি যেতেই হাতেনাতে ধরল স্থানীয়রা।

Howrah News : জঙ্গলের মধ্যে ডাঁই করে রাখা বাজি! হাওড়া পুলিশের অভিযানে উদ্ধার
বৃহস্পতিবার দুপুরে চুরি করা স্কুটি নিয়ে আজ পেট্রল পাম্পে তেল ভরতে এসে হতেনাতে ধরা পড়ে গেল চোর। এরপর পোস্টে দড়ি দিয়ে হাত বেঁধে চলল গণ প্রহার। পরে জগৎবল্লভপুর থানার পুলিশ এসে উদ্ধার করে ওই চাঁদু সিং নামে ওই ব্যক্তিকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার একব্বরপুরে অশোক শাসমল নামে এক ব্যক্তি তার স্কুটি রেখে সামনেই এক ব্যক্তির সঙ্গে কথা বলতে যান। ফিরে এসে দেখেন নির্দিষ্ট স্থানে রেখে যাওয়া স্কুটি উধাও। বুঝতে পারেন চুরি হয়ে গিয়েছে তাঁর স্কুটিটি।

Howrah Bridge : হাওড়া ব্রিজের স্বাস্থ্যপরীক্ষায় আইআইটি চেন্নাইও
এর পরেই সমস্ত এলাকা জুড়ে চলে তল্লাশি। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। এরপরেই সিসিটিভিতে দেখা যায় তিন ব্যক্তি মিলে সেই স্কুটিটি নিয়ে চম্পট দেয়। এরপরেই আজ সেই স্কুটি নিয়ে ওই অঞ্চলে পেট্রল পাম্পে তেল ভরতে আসলেই হাতেনাতে ধরা পড়ে যায় চোর। স্থানীয় বাসিন্দারা তাকে চিনতে পারে যান। গাড়ির মালিকও ওই যুবককে ধরতে পারেন। ঘটনায় এলাকায় হইচই পড়ে যায়।

Old coin recover in West Bengal : মাটির তলা থেকে বেরিয়ে এল রাশি রাশি প্রাচীন মুদ্রা, শোরগোল উলুবেড়িয়ায়
চুরি যাওয়া স্কুটির মালিক অশোক শাসমল জানান, গতকাল দুপুর একটা নাগাদ স্থানীয় একটি স্কুলের কাছে বাইকটি রেখে পাশেই তাঁর ভাইয়ের দোকানে যান তিনি। কিছু সময় পর তিনি আবার যথাস্থানে ফেরত চলে আসেন। তখনই লক্ষ্য করেন তাঁর গাড়িটি নেই। বুঝে নিতে অসুবিধা হয়নি। তাঁর গাড়িটি নিয়ে কেউ বা কারা ধা হয়েছে।

Manoj Tiwary: হাওড়ায় কারখানায় তালা! কাঠগড়ায় মন্ত্রী মনোজ তিওয়ারি!

রপরে স্থানীয় একটি ব্যক্তির বাড়ির সামনের সিসিটিভিতে লক্ষ্য করা যায়, তিনজন যুবক এসে ওই গাড়িটি নিয়ে পালিয়ে যাচ্ছে। আজকে সেই তিন যুবকের মধ্যে একজন পেট্রল পাম্পে তেল ভরতে আসে। তখনই যুবককে চিহ্নিত করে ধরে ফেলা হয়। এরপর চলে গণ প্রহার। পুলিশে মিসিং ডায়েরি করা হয়েছিল বলে গাড়ির মালিক। পরে জগৎবল্লভপুর থানার পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *