Jamai Sasthi: জামাইষষ্ঠীর দিন আম-কাঁঠাল নয় জুটল ইটের বাড়ি! জামাইকে মেরে হাসপাতালে পাঠাল শ্যালক-শাশুড়ি – son in law beaten up by mother in law and admitted in hospital on jamai sasthi at nadia


জামাইষষ্ঠীর দিন আম-কাঁঠাল নয়, শাশুড়ির হাতে ইটের বাড়ি আর শালার গলাধাক্কা খেল জামাই। স্ত্রীয়ের সঙ্গে পাঁচ বছর ধরে কোনও বনিবনা না থাকলেও জামাইষষ্ঠীর দিন জামাই আদরের আশায় শ্বশুরবাড়িতে এসেছিলেন যুবক। কিন্তু শাশুড়ি-শালার ‘আপ্যায়নে’ পৌঁছলেন হাসপাতালে। নদিয়ার হবিবপুরের বাসিন্দা অনুপ কুমার মজুমদারের সঙ্গে।স্ত্রীর সঙ্গে বনিবনা নেই বছর পাঁচেক হবে। বাপের বাড়িতেই থাকেন তিনি। নদিয়ার হবিবপুরের বাসিন্দা অনুপ কুমার মজুমদারের অভিযোগ, তাঁর স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত। তাঁর কাছ থেকে খোরপোষের মামলা বাবদ বেশ কিছু টাকাও নিয়েছে। আটকে রেখে দিয়েছে তাঁর গাড়ি। সাত বছরের একমাত্র ছেলের সঙ্গে দেখা না করতে দেওয়ারও অভিযোগ তুলেছেন তিনি ।

Jamai Sasthi 2023: জামাইষষ্ঠী উপলক্ষে দোকানে দোকানে উপছে পড়া ভিড়, হাওড়ায় চমক শাশুড়ি-জামাই মিষ্টি

বারবার কথা বলেও কোনও লাভ হয়নি। তাই জামাইষষ্ঠীর দিনই বউ ও ছেলের সঙ্গে দেখা করতে শান্তিপুর দু’নম্বর কলোনিতে স্ত্রীর বাপের বাড়িতে পৌঁছন । জামাইষষ্ঠীর দিন শাশুড়ির জন্য শাড়ি, আম-কাঁঠাল দই মিষ্টি ছেলের জন্য লজেন্স বিস্কুট নিয়ে আসলেও অনুপ আসতেই বাড়ি ছেড়ে চলে যান তাঁর স্ত্রী। তাঁকে দেখেই শাশুড়ি ও শ্যালক দরজায় তালা লাগিয়ে দেয় বলেও অভিযোগ। বাড়ি বাইরে দাঁড়িয়ে বহু ডাকাডাকির পর শাশুড়ি বেরলে তাঁকে প্রণাম করতে গেলে তাঁকে ইটের টুকরো ছুড়ে মারা হয় বলে অভিযোগ।

Misty Singh : জামাইষষ্ঠীতে মিলল ফ্রান্স-বাংলা, এলাহি আয়োজন মিষ্টির বাপের বাড়িতে

এখানেই শেষ নয়, অনুপের অভিযোগ বাবার গলা শুনে ছোট্ট ছেলেটি সেখানে আসলে তার সঙ্গেও কথা বলতে দেওয়া হয়নি। ছেলেকে জড়িয়ে ধরতে গেলে শ্যালক মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙে দেয়।

Jamai Sasthi 2023 : বউমাদের মঙ্গলকামনা করবে কে? সাড়ম্বরে বউমা ষষ্ঠীর আয়োজন শাশুড়িদের

এ প্রসঙ্গে অনুপ বাবু বলেন, ”লোকের বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার কাজ করতাম আমি, কষ্টার্জিত অর্থ দিয়ে বউকে ম্যানেজমেন্ট এবং এমএ পাস করাই। আমার সুপারিশে একটি বেসরকারি সংস্থায় স্ত্রী চাকরিও পায়। সেখানেও পরকীয়াতে জড়িয়ে পড়ে। পরে প্রতিবেশী একটি ছেলের সঙ্গে গোপন সম্পর্ক হোয়াটসঅ্যাপে থেকে জানতে পারি। বিষয়টি শ্বশুরবাড়িসহ স্থানীয় কাউন্সিলর বিধায়ক সকলকে জানিয়েও কোনও ফল মেলেনি । তাই বাধ্য হয়েই আজকের এই সিদ্ধান্ত। খোরপোষ মামলা তুলে নেওয়ার জন্য লিখিত এক লাখ টাকা নিয়েও তাকে আইনি সমস্যায় জর্জরিত করে রাখার জন্যই এইসব করছে।”

Jamai Sasthi News : গ্রামে বিদ্যুৎ না থাকায় ষষ্ঠীতে জামাইদের গলদঘর্ম অবস্থা, হাতপাখাতেই ভরসা শাশুড়িদের

Jamai Sasthi 2023: নকুড়ের মিষ্টিতে আরও মধুর জামাইষষ্ঠী!

প্রতিবেশীরা এই সমস্ত অত্যাচার দাঁড়িয়ে দেখলেও ওই পরিবারের প্রতি সকলেরই বিতৃষ্ণা, তাই প্রকাশ্যে কেউ মুখ না খুললেও, গুঞ্জন জামাইটা খুব ভালো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *