Jhargram Kurmi Protest : শালবনিতে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুর, কুড়মি বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা – minister birbaha hansda car attacked by kurmi protesters at salboni


ঝাড়গ্রামে কুড়মিদের আন্দোলনকে ঘিরে তুমুল উত্তেজনা। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের অভিযোগ। শালবনি এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর তুমুল উত্তেজনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

Abhishek Banerjee : নবজোয়ার কর্মসূচিতে ঝাড়গ্রাম সফরে অভিষেক, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নবজোয়ার কর্মসূচিতে মন্ত্রী বীরবাহা হাঁসদা গাড়ি ভাঙচুরের অভিযোগ। কুড়মি সামাজিক আন্দোলনকে ঘিরে তুমুল উত্তেজনা এলাকায়। ঝাড়গ্রাম শহরে নবজোয়ার কর্মসূচির রোড শো শেষ করে লোধাশুলী আসার পথে ঝাড়গ্রাম ব্লকের অন্তর্গত শালবনি এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলে বিক্ষোভ দেখাতে থাকে কুড়মি সামাজিক সংগঠনের মানুষজনেরা।

Abhishek Banerjee : আলুর চপ হাতে চায়ের কাপে চুমুক! বান্দোয়ান দেখল ‘ঘরের ছেলে’ অভিষেককে
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কনভয়ের শেষের দিকে মন্ত্রী বীরবাহা হাঁসদা গাড়ি ছিল। অভিযোগ, বীরবাহা হাঁসদার গাড়িকে লক্ষ্য করে পাথর মারা হয়। এছাড়াও তৃণমূল কর্মী সমর্থকদের গাড়িকে লক্ষ্য করে পাথর এবং লাঠি দিয়ে মারা হয় বলে অভিযোগ। মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন মন্ত্রী।
শুক্রবার ঝাড়গ্রাম জেলায় একাধিক কর্মসূচি ছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন সকালে বান্দোয়ান মাঠে তৃণমূলের ক্যাম্প মিটিংয়ে যোগ দেন তিনি। সেখানেই তৃণমূলের কর্মীদের সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

Abhishek Banerjee : নবজোয়ার শেষ হলেই দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন, পুরুলিয়া থেকে হুঙ্কার অভিষেকের
এরপর ইন্দিরা চক দিয়ে বিনপুর এলাকায় জনসংযোগ যাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর লোধাশুলি এলাকায় জন সংযোগ যাত্রা করেন অভিষেক। সেখানে জন জোয়ারের মধ্যে দিয়ে যাত্রা করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁর লোধাশুলি থেকে গোপীবল্লভপুরে রাতে অধিবেশন কর্মসূচি রয়েছে। সেখানে দলীয় কর্ম কর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর।

Abhishek Banerjee : কুড়মিদের ক্ষোভের মুখে অভিষেক! গাড়়ি থেকে নেমে কথা!

রাতের অধিবেশন কর্মসূচিতে যাওয়ার সময়ই তাঁর কনভয় এই আক্রমণ হয় বলে জানা গিয়েছে। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরিয়ে যায়। পেছনেই মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ছিল বলে জানা যায়। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। তাঁর গাড়ির সামনের কাঁচ ভেঙে যায় বলে জানা যায়।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। এর আগে পুরুলিয়ায় তাঁদের প্রতিনিধিদের সঙ্গে দেখা না করায় ক্ষোভ প্রকাশ করেন কুড়মি সম্প্রদায়ের আন্দোলনকারীরা। পুরুলিয়া জেলা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে তাঁরা বিক্ষোভ দেখবেন বলে জানানো হয়। এরপর ঝাড়গ্রামে ফের কুড়মি সম্প্রদায়ের বিক্ষোভের মুখে পড়তে হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়কে। নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। ঘটনাস্থল গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *