Nadia News : বাড়িতে কেউ না থাকার সুযোগে সর্বস্ব লুঠ করে হাওয়া দুষ্কৃতীরা! ষড়যন্ত্র দেখছেন মহিলা – the miscreants looted everything from an woman house in nadia


Robbery : বাড়িতে কেউ না থাকার সুবাদে গৃহস্থ বাড়ি থেকে সর্বস্ব লুঠ করে নিল দুষ্কৃতীরা। আর এই কারণে সর্বস্বান্ত হয়ে যাওয়ায় উপায় না দেখে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই বাড়ির মহিলা। প্রায় লক্ষাধিক টাকার আসবাবপত্র চুরি করেছে দুষ্কৃতীরা, এমনটাই জানিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা শিপ্রা বসাক জানিয়েছেন, “স্বামীর মৃত্যুর পরে সংসার চালানোর জন্য ইমিটেশনের ব্যবসা শুরু করেছিলাম আমি। মাঝেমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে ঘুরে ঘুরে বিক্রি করি সাজগোজের জিনিসপত্র। গত দু-তিন দিন ধরে আমি ব্যবসার জন্য বাইরে গিয়েছিলাম।

Digha Hotel: ‘দিঘায় হোটেল সাজিয়ে দিতে হবে’, অগ্রিম দেওয়ার নামে ডেকে সর্বস্ব লুঠ ব্যবসায়ীর
আমার একমাত্র মেয়ে আমার বাবার বাড়িতে ছিল। আজ সকালে ট্রেনে করে বাড়িতে এসে দেখি গ্রিলের তালা ভাঙা, এরপরে দেখি ঘরের দরজার তালাও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের ভিতরে ঢুকে দেখি সমস্ত কিছু লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে, পাশের ঘরেও একই অবস্থা”।

Hooghly News : প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুঠ, চাঞ্চল্য পান্ডুয়ায়
শিপ্রা বসাকের দাবি, আলমারি ভেঙে সোনা রুপোর গয়না এবং ইমিটেশনের সমস্ত জিনিসপত্র লুঠ করে নেয় দুষ্কৃতীরা। পাশের ঘর থেকে কাঁসার বাসনপত্র সহ মেয়ের একটি সাইকেল সেটাও চুরি করেছে দুষ্কৃতীরা। এই ঘটনায় মাথায় হাত পড়ে গিয়েছে শিপ্রা বসাকের। অল্প পুঁজি দিয়ে শুরু করেছিলেন ব্যবসা।

Malda News : বাসে মাদক খাইয়ে যুবকের সর্বস্ব লুঠ! চাঞ্চল্যকর ঘটনা মানিকচকে
এরপর অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে ব্যবসা বড় হয়। কিন্তু হঠাৎ যে তিনি সর্বস্বান্ত হয়ে যাবেন তা স্বপ্নেও কোনওদিন ভাবতে পারেননি। শুক্রবার চুরির ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানার দ্বারস্থ হন শিপ্রা বসাক। এরপর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও অভিযোগের ভিত্তিতে শিপ্রা বসাকের বাড়িতে গিয়ে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Baharampur News : গ্যাস কাটার দিয়ে ATM ভেঙে পাঁচ লাখ টাকা লুঠ, সামশেরগঞ্জে চাঞ্চল্য
তবে শিপ্রা বসাক দাবি করছেন এই চুরি ষড়যন্ত্র করে করা হয়েছে। কারণ স্বামীর মৃত্যুর পর থেকেই তাঁদের ভিটেমাটি জোরপূর্বক কেনার জন্য চেষ্টা করেছিল বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি। আর তাঁর একমাত্র সম্বল বাড়িটুকু। এই চুরির পিছনে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নেই বলে দাবি করছেন শিপ্রা বসাক।

তবে গোটা শান্তিপুর জুড়ে বেশ কয়েকমাস ধরে আবারও চুরির প্রবণতা বেড়েছে। পুলিশ প্রশাসনও রাতভর কড়া নজরদারি চালালেও ঘটে যাচ্ছে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা। এখন দেখার প্রশাসন এই চুরির ঘটনা গুলি কিভাবে দ্রুততার সঙ্গে দমন করতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *