জানা গিয়েছে, প্রতিদিন ভোরে জয়ন্তী থেকে ছেড়ে বাসটি শিলিগুড়ি যাবে। সেখান থেকে বিকেলে রওনা হয়ে বাসটি রাতে আলিপুরদুয়ার ডিপোয় ফিরবে সেখান থেকে জ্বালানি ভরে জয়ন্তীতেই থাকবে বাসটি। অন্যদিকে, হাতিপোতা কোচবিহার রুটের বাসটি সকলা সাতটায় আলিপুরদুয়ার ডিপো ছেড়ে হাতিপোতায় যাবে। সকাল সাড়ে আটটা নাগাদ হাতিপোতা থেকে বাসটি শামুকতলা হয়ে আলিপুরদুয়ারে আসবে, আলিপুরদুয়ার চৌপথি থেকে সোজা কোচবিহারে চলে যাবে। কোচবিহার থেকে বাসটি ফের হাতিপোতায় যাবে। এর ফলে হাতিপোতার বাসিন্দাদের আলিপুরদুয়ার ও কোচবিহারে যেতে সমস্যার সমাধান হবে।
আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক জানান, চা বাগানের প্রায় ৫০ হাজার বাসিন্দা এই নয়া দুটি রুটে বাস পরিষেবায় উপকৃত হবেন। উল্লেখ্য, ২০০৯ সাল পর্যন্ত জয়ন্তী চা বাগান অবধি বাস পরিষেবা ছিল কিন্তু পরে তা বন্ধ হয়ে যায়। বহুদিন পর ফের ওই রুটে বাসচালুর খবরে খুশি বাসিন্দারাও।
এই মাসেই জলপাইগুড়ি থেকে বাসরুটে দার্জিলিঙে যাওয়ার বাস পরিষেবাও শুরু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম অর্থাৎ এনবিএসটিসি।অন্যদিকে, সম্প্রতি নামমাত্র খরচে ধর্মতলা কলকাতা এসি ভলভো চালু করেছে পশ্চিcবঙ্গ পরিবহণ নিগম। আরামদায়ক এসি সিটে ট্রেনের থেকে কম খরচে পৌঁছনো যাবে কলকাতা থেকে শিলিগুড়ি আবার ফেরাও যাবে। ট্রেনের টিকিট না পেলে আর কোনও চিন্তা নেই। বিকেলে উঠে ভোরেই পৌঁছনো যাবে গন্তব্যে।