NBSTC Bus: শিলিগুড়ি থেকে এবার এক বাসেই জয়ন্তী, উত্তরবঙ্গে আরও দুটি রুটে নামছে সরকারি বাস – nbstc going to start two new route in north bengal siliguri to jayanti bus route will be start very soon


পর্যটকদের জন্য সুখবর। এবার শিলিগুড়ি থেকে সরাসরি জয়ন্তী রুটে চালু হতে চলেছে সরকারি বাস। আগামী সোমবার থেকে উত্তরবঙ্গে দুটি রুটে নতুন করে বাস নামাতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। জয়ন্তী শিলিগুড়ি রুট ছাড়াও হাতিপোতা থেকে কোচবিহার রুটেও আরেকটি বাস পরিষেবা শুরু করতে চলেছে নিগম।জানা গিয়েছে, জয়ন্তীর চা-বাগান থেকে শিলিগুড়ি ও হাতিপোতার মতো আালিপুরদুয়ারের প্রত্যন্ত অঞ্চল থেকে সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় চা বলয়, বনবস্তি ও গ্রামীণ অঞ্চলের বাসিন্দারা উপকৃত হবেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় আলিপুরদুয়ার বাস ডিপো থেকে এই বাস পরিষেবার উদ্বোধন করবেন। নাগরিকদের স্বার্থেই এই নয়া দুটি রুট চালু করা হচ্ছে বলে জানান তিনি। স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মতে, প্রতিদিন শিলিগুড়িতে হাজার হাজার পর্যটক আসেন। বেশিরভাগই পাহাড় মুখী। শিলিগুড়ি থেকে জয়ন্তী বাসরুট চালু হওয়ায় পর্যটনক্ষেত্র হিসেবে জয়ন্তীর গুরুত্ব আরও বাড়বে।

WBTC Bus: নামমাত্র খরচে কলকাতা টু শিলিগুড়ি, এসি ভলভো পরিষেবা শুরু করল নিগম

জানা গিয়েছে, প্রতিদিন ভোরে জয়ন্তী থেকে ছেড়ে বাসটি শিলিগুড়ি যাবে। সেখান থেকে বিকেলে রওনা হয়ে বাসটি রাতে আলিপুরদুয়ার ডিপোয় ফিরবে সেখান থেকে জ্বালানি ভরে জয়ন্তীতেই থাকবে বাসটি। অন্যদিকে, হাতিপোতা কোচবিহার রুটের বাসটি সকলা সাতটায় আলিপুরদুয়ার ডিপো ছেড়ে হাতিপোতায় যাবে। সকাল সাড়ে আটটা নাগাদ হাতিপোতা থেকে বাসটি শামুকতলা হয়ে আলিপুরদুয়ারে আসবে, আলিপুরদুয়ার চৌপথি থেকে সোজা কোচবিহারে চলে যাবে। কোচবিহার থেকে বাসটি ফের হাতিপোতায় যাবে। এর ফলে হাতিপোতার বাসিন্দাদের আলিপুরদুয়ার ও কোচবিহারে যেতে সমস্যার সমাধান হবে।

Kolkata AC Bus : AC Bus নিয়ে সুখবর! চলতি মাসেই শহরের রাস্তায় নামতে পারে ১০০ বাস

আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক জানান, চা বাগানের প্রায় ৫০ হাজার বাসিন্দা এই নয়া দুটি রুটে বাস পরিষেবায় উপকৃত হবেন। উল্লেখ্য, ২০০৯ সাল পর্যন্ত জয়ন্তী চা বাগান অবধি বাস পরিষেবা ছিল কিন্তু পরে তা বন্ধ হয়ে যায়। বহুদিন পর ফের ওই রুটে বাসচালুর খবরে খুশি বাসিন্দারাও।

NBSTC Bus : জলপাইগুড়ি থেকে দার্জিলিং পৌঁছন আরও সহজে, এনবিএসটিসির বাসের ভাড়া-সময় জানেন?

Kolkata News: বাস কন্ডাক্টরের কেরামতি, ছড়া কেটে হাতে ধরান টিকিট!

এই মাসেই জলপাইগুড়ি থেকে বাসরুটে দার্জিলিঙে যাওয়ার বাস পরিষেবাও শুরু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম অর্থাৎ এনবিএসটিসি।অন্যদিকে, সম্প্রতি নামমাত্র খরচে ধর্মতলা কলকাতা এসি ভলভো চালু করেছে পশ্চিcবঙ্গ পরিবহণ নিগম। আরামদায়ক এসি সিটে ট্রেনের থেকে কম খরচে পৌঁছনো যাবে কলকাতা থেকে শিলিগুড়ি আবার ফেরাও যাবে। ট্রেনের টিকিট না পেলে আর কোনও চিন্তা নেই। বিকেলে উঠে ভোরেই পৌঁছনো যাবে গন্তব্যে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *