Rain In Kolkata: ফের দুর্যোগ! তুমুল ঝড়-বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায় – kolkata and other districts may witness rainfall and kalbaisakhi today


ফের কালবৈশাখী! বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হয়েছিল। শুক্রবারও একই পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই কিছু জেলায় বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। এদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

এর মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম। সন্ধ্যা ৬টা নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের এলাকাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বিকেলের দিকে জেলায় জেলায় দেখা যেতে পারে কালবৈশাখীর। ফলে তাপমাত্রার পারদও কমবে বেশ কিছুটা।

Weather Forecast: বেলা গড়াতেই ঝেঁপে বৃষ্টি! আজ কোন কোন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা?
২৮ তারিখ অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। তিলোত্তমার তাপমাত্রাও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, কলকাতাতেও শুক্রবার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বৃহস্পতিবার বৃষ্টির পর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কমেছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের ক্ষেত্রে শনিবার পর্যন্ত উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পাঁচ জেলায় আগামী দুই থেকে তিন দিন ঝড়-বৃষ্টি চলবে।

Rainfall Forecast : ৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়, কিছুক্ষণের মধ্যেই তুমুল দুর্যোগ একাধিক জেলায়
প্রসঙ্গত, সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রীতিমতো ভ্যাপসা গরম ছিল। সেই পরিস্থিতির হাত থেকে কিছুটা রেহাই পাওয়া গিয়েছে বুধ এবং বৃহস্পতিবারের বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির জন্য।

এই বছর ৪ জুন কেরালাতে প্রবেশ করছে মৌসুমী বায়ু, যা নির্ধারিত সময় ১ জুনের থেকে দেরিতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল, তবে কি বঙ্গেও বিলম্বে প্রবেশ করবে বর্ষা? এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে অবশ্য আশ্বস্ত করা হয়েছে, চলতি বছর দেরিতে বর্ষার প্রবেশ ঘটবে তা এখন থেকেই বলা ঠিক নয়।

Monsoon Forecast 2023 : অঝোরে বৃষ্টি,না ভ্যাপসা গরম! চলতি বছর কেমন হবে বর্ষা? বড় আপডেট মৌসম ভবনের
কারণ কেরালাতে দেরিতে মৌসুমী বায়ুর প্রবেশ করেছে বলেই বাংলাতেও বিলম্ব হবে বর্ষা তা সঠিক নয়। তবে বাংলায় কবে বর্ষা প্রবেশ করবে, সেই বিষয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য হাতে আসেনি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

তবে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, চলতি বছর স্বাভাবিক হতে চলেছে বর্ষা। স্বাভাবিকভাবেই মৌসম ভবনের এই ঘোষণা কিছুটা হলেও অর্থনীতির জন্য বড় স্বস্তি জোগাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *