Siliguri Municipal Corporation news : মুখ ঢেকেছে বিজ্ঞাপনে! শিলিগুড়ি শহরের জন্য বড় অভিযানে নামল পুরনিগম – siliguri municipal corporation decide to pull down all illegal hoarding from whole city


সময়সীমা দেওয়া হয়েছে দশদিন! তার মধ্যেই শহরে অবাঞ্ছিত সমস্ত হোর্ডিং-ব্যানার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল শিলিগুড়ি পুর নিগম। শহরের একাধিক জায়গায় বড় বড় বিজ্ঞাপনের হোর্ডিং, ব্যানারের কারণে দৃশ্য দূষণ হচ্ছে বলে মনে করছে পুর নিগম। সেই কারণেই অবৈধ হোর্ডিংয়ের বিরুদ্ধে অভিযানে নামল পুর আধিকারিকরা।

Siliguri Municipal corporation CPIM News : টক টু মেয়রের পালটা ‘গণকণ্ঠ’, শিলিগুড়িতে জনসংযোগে নামছে সিপিএম
শিলিগুড়ি শহরের চতুর্দিকে দানবাকৃতি হোর্ডিং, ব্যানারে ভরে গিয়েছে। একাধিক ব্যক্তিগত মালিকানার জমি, বাড়ির মাথায় এই ধরনের বিজ্ঞাপনের কারণে দৃশ্যমানতা নষ্ট হচ্ছে শহরের। সে কারণে শহরের মুখ থেকে এই ধরনের আচ্ছাদন সরিয়ে দিতে দশ দিনের সময়সূচি বেঁধে দেওয়া হল পুর নিগমের তরফে। এর আগেও একাধিক বার বেআইনি হোর্ডিংয়ের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল পুর নিগম। বেশ কিছু জায়গায় হোর্ডিং সরানোর পাশাপাশি লোহার কাঠামো ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু, ওই পর্যন্তই। কিছুদিন যেতেই ফের একাধিক জায়গায় নতুন করে হোর্ডিং ছেয়ে যায় শহরে। সে কারণে এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে পুর নিগম।

Siliguri News : থানায় ডেকে বধূ নির্যাতনে অভিযুক্ত যুবককে বেধড়ক মারধর, শোরগোল শিলিগুড়িতে
পুরনিগমের মেয়র পারিষদ রাজেশ প্রসাদ শাহর নেতৃত্বে বেআইনি হোর্ডিং খোলার অভিযান শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। পুর নিগমের এক আধিকারিক জানাচ্ছেন, একাধিক জায়গায় বিভিন্ন বেআইনিভাবে লাগানো হোর্ডিং বিপজ্জনক ভাবে রয়েছে। যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। পাশাপাশি, শহরের সৌন্দর্য্য নষ্ট করছে এই ধরনের ব্যানার। সে কারণেই এই সিদ্ধান্ত।

Siliguri Hotel : পুল পার্টিতে উদ্দাম যৌনতা! শিলিগুড়ির রিসর্টে দেহ ব্যবসার পর্দাফাঁস
আগামী দশ দিন ধরে এই অভিযান লাগাতার চালিয়ে যাওয়া হবে। পুর নিগমের বক্তব্য, এই ধরনের হোর্ডিং এর কারণ দিনের পর দিন পুরসভার কর ফাঁকি দেওয়া হচ্ছে। এভাবে অবৈধ হোর্ডিং শহরে থাকতে পারে না। এর জন্য পুরসভার আর্থিক ক্ষতি হচ্ছে। পাশাপাশি, দৃশ্যমানতা নষ্ট হচ্ছে, সেই কারণেই এই অভিযান শুরু করা হয়েছে।
শহরের বিভিন্ন জায়গায় এই ধরনের কিছু হোর্ডিং চিহ্নিত করা হয়েছে। সেই সমস্ত বিজ্ঞাপনের সংশ্লিষ্ট কোম্পানি বা বিজ্ঞাপন সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদেরকে এর আগেও নির্দেশিকা দেওয়া হয়েছিল হোর্ডিং সরিয়ে নেওয়ার ব্যাপারে। কিন্তু কেউই কর্ণপাত করেনি। সেই কারণেই এবার সরাসরি হোর্ডিং খুলে নেওয়ার অভিযান শুরু করা হল।

Siliguri News: হাতির দলের সামনে পড়ে কী অবস্থা হল বাইক আরোহীদের?

জানা গিয়েছে, মহানন্দা নদীর দুধারে এরকম ধরনের প্রচুর হোর্ডিং রয়েছে। এমনিতেই মাঝেমধ্যেই কালবৈশাখীর প্রকোপ দেখা দিচ্ছে শহরে। এরকম আকাশ ঢাকা হোর্ডিং এর কারণে ঝড়ে কোনও বড় বিপদ হয়ে যেতে পারে। সে কারণেই আগামী দশ দিনের মধ্যেই এগুলি সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হল। পুর নিগমের উদ্যোগে খুশি শহরবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *