Train Service Disrupted: বারুইপুর স্টেশনে লাইনচ্যুত মালগাড়ি, লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক – goods train derail near baruipur station


হঠাৎ করেই লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারুইপুর স্টেশনে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন দুপুর দেড়টা নাগাদ বারুইপুরের চার নম্বর প্লাটফর্মের কাছে একটি মালগাড়ির পিছনের বগির কয়েকটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ঘটনায় কেউ আহত হয়নি তবে বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল।জানা গিয়েছে, রেল লাইনে ব্যবহৃত সিমেন্টের স্ল্যাব বহন করে নিয়ে যাচ্ছিল গাড়িটি। রেলের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ঘটনাস্থলে আসেন রেল পুলিশের আধিকারিকরা। এই ঘটনার জেরে স্টেশনের তিন ও চার নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে এক ও দু নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকায় তেমন সমস্যায় পড়েননি যাত্রীরা। মূলত অফিস ছুটির মুখে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল, এটি নিত্যযাত্রীদের জন্য বড় খবর।

sealdah main line train : ঝড়ে গাছ পড়ে শিয়ালদা মেইন লাইনে ট্রেন চলাচল ব্যাহত! চরম দুর্ভোগ যাত্রীদের

জানা গিয়েছে, মালগাড়ি শান্টিংয়ের সময় দেখা যায় এই সমস্যা।বারুইপুর জংশন স্টেশনের চার নম্বর লাইন দিয়ে মালগাড়িটির শান্টিং করানো হচ্ছিল কিন্তু, সেসময় মালগাড়ির শেষ বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনা কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে রেল। এই প্রতিবেদন প্রকাশিত হয়ে যাওয়ার সময় পর্যন্ত বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও মালগাড়িটিকে লাইনে তোলা সম্ভব হয়নি।

Trending News : ছুটে চলেছে ট্রেন, নীচে ব্যাগ মাথায় শুয়ে স্কুল পড়ুয়া! তারপর…

প্রসঙ্গত, বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিনেও ট্রেন বিভ্রাটে নাজেহাল হন সাধারণ মানুষ। বর্ধমান রামপুরহাট লুপলাইনের গুসকরা ও পিচকুড়িরঢাল স্টেশনের মাঝে ১২৩৪৫ আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টগ্রাফ ভেঙে আটকে পড়ে ট্রেনটি। সেই কারণে বর্ধমান-রামপুরহাট শাখায় আপ-লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। পর পর আটকে পড়ে বেশ কয়েকটি লোকাল ট্রেনও। ঘটনায় অফিস ফিরতি পথে ব্যাপক হয়রানির মুখে পড়েন যাত্রীরা।

Purba Bardhaman News : রেলগেট পড়ে তীব্র যানজট, ট্রাফিক নিয়ন্ত্রণে আসরে নামলেন স্বয়ং BJP সাংসদ

Howrah Bardhaman Line: হাওড়া-বর্ধমান শাখা বন্ধ ট্রেন চলাচল, দুর্ভোগ নিত্যযাত্রীদের

কয়েক ঘণ্টা ধরে চলে ট্রেনের সমস্যা। ওদিকে রাতে আবার বোলপুর স্টেশনে আটকে পড়ে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। সরাইঘাট এক্সপ্রেস আটকে পড়ায় তার জেরে আটকে পড়ে বন্দে ভারতও। প্রায় ঘণ্টা দেড়েক বোলপুর স্টেশনে আটকে ছিল ট্রেনটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *