Abhishek Convoy Attack : ‘অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় CBI তদন্ত হোক’, দাবি ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির – kurmi ghaghar ghera central committee wants cbi investigation on abhishek convoy attack


West Bengal News : গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের ওপর হামলা, মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় এবার CBI তদন্তের দাবি জানাল কুড়মি সামাজিক সংগঠনের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। গড় শালবনির ঘটনার সঙ্গে কুড়মিরা যুক্ত রয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনও রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে তা কুড়মিদেরকে জানানোর জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সময়ের ১৮ ঘণ্টার মধ্যেই ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় সাংবাদিক সম্মেলন করে ঘাগর ঘেরা কেন্দ্রীয় কমিটি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো, আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজী মাহাতো।

Abhishek Banerjee Convoy Attack : ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলা, পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব নবান্নের
পুরুলিয়া থেকে উপস্থিত ছিলেন কুড়মি সামাজিক সংগঠনের নেতা সুদীপ রায় মাহাতো, ঝাড়গ্রামের কুড়মি সামাজিক সংগঠনের নেতা কৌশিক মাহাতো এবং বীরেন মাহাতো। এছাড়াও পশ্চিম মেদিনীপুর থেকে ছিলেন তুষার মাহাতো, বিপ্লব মাহাতো।

সাংবাদিক সম্মেলন থেকে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির নেতা সুদীপ রায় মাহাতো বলেন, “ঝাড়গ্রাম জেলায় নব জোয়ার কর্মসূচিতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গড় শালবনির কাছে শান্তিপূর্ণ ঘাঘর ঘেরা কর্মসূচি চলছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় গড় শালবনির কাছে কুড়মিদের সঙ্গে দেখা না করেই তার কনভয় পেরিয়ে যাওয়ার পরেই একটি ঘটনা ঘটে। মন্ত্রীর গাড়িতে ইট পাটকেল পড়ে আমরা দেখছি বিভিন্ন মাধ্যমে। প্রথমেই আমরা এই ঘটনাটির নিন্দা জানাই। আমরা ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

Kurmi Protest Against Abhishek : পুরুলিয়ায় কুড়মি কাঁটা অব্যাহত, অভিষেক দেখা না করায় বাড়ল বিপত্তি
দ্বিতীয়তঃ এই ঘটনার সঙ্গে কোথাও আমাদের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটিকে জুড়ে দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলছি এই ঘটনার সঙ্গে আমাদের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির কোনও লোক জড়িত নেই। আমরা চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। চাইবো বিচার বিভাগীয় তদন্ত অথবা CBI তদন্ত হোক।”

তিনি আরও বলেন, “এই ঘটনাটা যারা ঘটিয়েছে সেই সত্য সামনে আসুক এই ঘটনার ভিডিয়ো প্রকাশ করা হোক। এই ঘটনায় যারা দোষী ব্যক্তি আছে তাদের আইন অনুযায়ী শাস্তি হোক।”

Abhishek Banerjee : অভিষেকের কনভয়ে হামলা, মন্ত্রীর গাড়ি ভাঙচুর! ধৃত ৪
রাজেশ মাহাতো বলেন, “কোনও হিংসা সমর্থনযোগ্য নয়, আমরা কোনও হিংসাকে সমর্থন করছি না। যারা দোষী তারা শাস্তি পাক। নিরপেক্ষ তদন্ত হোক। আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে যে বা যারাই বিপথগামী, কালিমালিপ্ত করার চক্রান্ত চালাচ্ছে তাদের আমরা তীব্র ধিক্কার জানাই। আমাদের এই কর্মসূচি আমরা এতদিন ধরে শান্তিপূর্ণভাবে চালিয়ে এসেছি। প্রতিটি আন্দোলন শান্তিপূর্ণ হয়েছে। মানুষের ওপর আমার আস্থা ভরসা আছে। কুড়মি জাতি শান্তি প্রিয় জনজাতি। এই ঘটনার সঙ্গে কোনোভাবেই ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি যুক্ত নেই। এর পূর্ণাঙ্গ তদন্ত হোক।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *