Chandrakona Jirat High School : স্কুলের মাঠে যত্রতত্র পড়ে মদের বোতল! রাত নামলেই বসে নেশার আসর, চন্দ্রকোণায় ক্ষোভ স্থানীয়দের – liquor bottles are scattered around inside chandrakona jirat high school grounds villagers are angry over this


Paschim Medinipur : পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে গোটা স্কুল। তা সত্বেও স্কুলের মাঠের ভিতর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল থেকে নেশাজাত দ্রব্য। সন্ধ্যা নামলেই স্কুলের মাঠে বসে নেশার আসর চলে অসামাজিক কার্যকলাপ। পুরসভার ঠিক উলটো দিকেই চন্দ্রকোণা জিরাট হাইস্কুল মাঠে এহেন অসামাজিক কার্যকলাপে সোচ্চার স্থানীয় বাসিন্দা থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি।

Halisahar School : রাতের অন্ধকারে গুঁড়িয়ে গেল স্কুল
স্কুলের মাঠ ব্যবহার করে নেশার আসর থেকে অসামাজিক কার্যকলাপ বন্ধে স্থানীয় প্রশাসন ও স্কুলকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন সকলেই। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পুরসভার ১ নং ওয়ার্ড গোবিন্দপুর এলাকায় রয়েছে চন্দ্রকোণা জিরাট হাইস্কুল। বহু পুরনো ও ঐতিহ্যের এই চন্দ্রকোণাজিরাট হাই স্কুল। এই স্কুলের সঙ্গেই নাম জড়িয়ে রয়েছে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। স্কুলের উন্নত পরিকাঠামো থেকে পঠনপাঠনের মানের বিচারে জেলা ছাড়িয়ে রাজ্যেও একাধিক বার শিরোনামে উঠে এসেছে এই স্কুল। তেমনই একটি স্কুলের সুবিশাল খেলার মাঠকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক।

WB Madhyamik Result 2023 : প্রত্যন্ত আদিবাসী গ্রাম থেকে প্রথম মাধ্যমিক পাশ ৪ কন্যা
স্কুল ক্যাম্পাসের বাইরে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে চন্দ্রকোণাজিরাট হাইস্কুলের সুবিশাল এই খেলার মাঠ। এই মাঠে সকাল বিকেল আট থেকে আশি ভিড় জমায় কেউ শরীরচর্চার কসরত করতে আবার কেউ ফুটবল বা ক্রিকেটে গা ঘামাতে। সেই মাঠের কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় মদের বোতল থেকে বিভিন্ন নেশাজাত দ্রব্য।

WB HS results 2023 : গবেষণার প্রবল ইচ্ছে! উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েও বাবার ছোট্ট হোটেল নিয়ে স্বপ্ন দেখেন চন্দ্রবিন্দু
মাঠে খেলতে আসা এক স্থানীয় যুবক অভিযোগ করে জানান, “দীর্ঘ দিন ধরেই এই মাঠে নিয়মিত বসে মদ থেকে গাঁজার আসর। সন্ধ্যে নামলেই মাঠের ভিতর পাঁচিলের গায়ে গায়ে নেশার আসর বসে যায়। চলে বিভিন্ন অসামাজিক কার্যকলাপও”। তাঁর দাবি, মাঠে খেলাধূলা করতে গিয়ে আগে তাদের পড়ে থাকা মদের বোতল পরিষ্কার করে তবেই খেলতে হয়।

WB Uccha Madhyamik Result 2023 Bankura : উচ্চমাধ্যমিকে সাঁওতালি মাধ্যমে প্রথম স্থানে তিনজন, সাফল্যের শীর্ষে ঝাড়গ্রাম-বাঁকুড়া
এই নিয়ে স্কুল বা স্থানীয় প্রশাসন কোনও পদক্ষেপ নেয় না? এই প্রশ্নের জানা যায়, কয়েকবার পুলিশ মাঠের ভিতর রাউন্ড দিয়ে কয়েকজনকে আটক করে নিয়ে গেলেও পরক্ষণেই তাদের ছেড়ে দেওয়া হয়। ফলে যা হওয়ার তাই হচ্ছে, ফের রমরমিয়ে বসে নেশার আসর। পুরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র জানান, “আগেও এমন ঘটনা ঘটতো তখন পুরসভা স্কুল ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিয়েছিল।

Madhyamik Result : মাধ্যমিকের রেজাল্ট দেখাতে আসা ছাত্রীকে যৌন হেনস্থা! ধৃত শ্যামনগরের শিক্ষক
সেই সময় এই কাজ বন্ধ হয়ে গিয়েছিল। আবার পুনরায় অসামাজিক কার্যকলাপ শুরু হয়েছে। পুরসভা স্কুল ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেবে যাতে করে এসব বন্ধ হয়”। শহরের ঐতিহ্যের এই স্কুলের মাঠকে ঘিরে নেশার আসর ও অসামাজিক কার্যকলাপে স্থানীয় প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছে বিরোধী রাজনৈতিক দল CPIM ও BJP।

Class 8 Student Heart Attack : ক্লাস থেকে বেরিয়েই আচমকা অজ্ঞান, হার্ট অ্যাটাকে মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের
যদিও এই বিষয়ে চন্দ্রকোণাজিরাট হাইস্কুলের প্রধান শিক্ষক শুভ্রকান্তি ঘোষ স্কুল মাঠে নেশার আসর বসার ঘটনা স্বীকার করে নিয়ে বলেন, “স্থানীয় কাউন্সিলর ও প্রশাসনের সহযোগিতায় মাঠে যে গেটগুলি রয়েছে তাতে চাবি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্তু কেউ বা কারা তা প্রতিবারই ভেঙে দেয়। এর আগে আমরা পুরসভা ও পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম কয়েকজনকে তুলেও নিয়ে গিয়েছিল”।

তবে পাঁচিল দিয়ে ঘেরা মাঠে তিনটি গেট রয়েছে সেই গেটগুলি বন্ধ রাখার ক্ষেত্রে সমস্যা রয়েছে বলেও জানান স্কুলের প্রধান শিক্ষক। তিনি বলেন, “স্কুলের পাঁচিলের গায়েই রয়েছে রেজিস্ট্রি অফিস আর একদিকে রয়েছে চন্দ্রকোণাপুরসভা দফতর।

মাঠের একটা অংশ পুরসভা ব্যবহার করে তাদের ভ্যাট বা গাড়ি রাখার জন্য। আবার রেজিস্ট্রি অফিসও মাঠের একটা কোণ ব্যবহার করে সন্ধ্যা পর্যন্ত ওদের কাজ চলে। তাই গেট বন্ধ করলে সমস্যা রয়েছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *