এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বেআইনি বাজি কারাখানায় বিস্ফোরণে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেখানে কর্মরত কর্মীদের ছিন্ন বিচ্ছিন্ন দেহ বাইরে পড়ে থাকতে দেখা গিয়েছে। বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিস্ফোরণের দিন নবান্নে সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি মৃত ও আহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন মমতা। মুখ্যমন্ত্রী জানান, মৃতদের পরিবারকে আড়াই লাখ ও আহতদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এগরার ঘটনায় সিআইডির হাতেও তদন্তভার তুলে দেওয়া হয়।
এগরার ঘটনার পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ক্রমাগত বেআইনি বাজি উদ্ধার হচ্ছে। বজবজে মজুত করা বেআইনি বাজিতে বিস্ফোরণে ঝরে গিয়েছে তিনটি তরতাজা প্রাণ। সেই ঘটনার তদন্তভারও সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেআইনি বাজি উদ্ধার নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে তৃণমূলকে। তাঁদের দাবি, বাজি নয় তৃণমূলের মদতে বোমা তৈরি করতেই গ্রামে গ্রামে বেআইনি বারুদ মজুত করা হয়েছে। এগরা গিয়ে মমতা এই নিয়ে কী বার্তা দেন সেটাই এখন দেখার।
এগরায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার পর সেখান থেকে পশ্চিম মেদিনীপুরের শালবনীর উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মমতা। এর আগেও মালদার ইংরেজবাজারে নবজোয়ার কর্মসূচিতে তৃণমূল সুপ্রিমোকে যোগ দিতে দেখা গিয়েছিল। এদিন ফের মমতা-অভিষেককে একই মঞ্চে দেখা যাবে। সেখানে গিয়ে মমতা কী বার্তা দেন সেদিকেও নজর রয়েছে সকলের।
উল্লেখ্য, শুক্রবার কুড়মি বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে গড় শালবনি। আক্রমণের মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। তৃণমূল নেতার কনভয়ের উদ্দেশে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। মন্ত্রীর বীরবাহা হাঁসদার গাড়ি লক্ষ্য করে উড়ে ইট। এই নিয়ে মমতা কোনও বার্তা দেন কি না সেদিকেও নজর থাকবে।