Mamata Banerjee News : ‘কুড়মিরা এই কাজ করেনি’, অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় BJP-কে তোপ মমতার – mamata banerjee says she thinks kurmi people did not attack abhishek banerjee convoy


শালবনীতে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়ে কুড়মিদের উপর আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঝাড়গ্রামের লোধাশুলিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলার ঘটনায় কুড়মিদের অবস্থান কী, তা স্পষ্ট করার বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার শালবনীর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের দলের মন্ত্রীর গাড়িও ভাঙচুর করেছে। তিনি আদিবাসী কন্যা। অনেক কাজ করেন-সিনেমা, নাটকে কাজ করেন। আমি বিশ্বাস করি কুড়মি ভাইয়েরা এই কাজ করতে পারেন না। আমি মনে করি কুড়মিদের নাম করে BJP-র স্লোগান নিয়ে গেরুয়া শিবিরের নেতারা এই কাজ করেছে। অভিষেককে অ্যাটাক করতে গিয়েছিল। পুলিশ আইনত যা মনে করবে সেই মোতাবেক পদক্ষেপ করবে। তবে মনে রাখবেন গদ্দারি করে, টাকার জোরে বাংলা এবং তৃণমূলকে শেষ করতে পারবেন না।”

Abhishek Banerjee Latest News : কনভয়ে হামলা, মমতা-অভিষেকের সভার আগে কড়া নিরাপত্তায় মোড়া শালবনী
আদিবাসীদের জন্য একগুচ্ছ পদক্ষেপ নিয়েছেন তিনি, এমনটাই মন্তব্য করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। অর্থাৎ প্রকারান্তে কুড়মিদের উপর আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মত রাজনৈতিক মহলের। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “মণিপুরে যেমন জাতি অশান্তি লাগিয়েছিল সেই পরিকল্পনা বাংলায় করা হচ্ছে।”

পাশাপাশি মেদিনীপুরের বাসিন্দাদের জন্য সুখবর শোনান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জিন্দালদের কারখানা বাদ দিয়ে অব্যবহৃত জমি আমাদের ফেরত দিচ্ছে। সেখানে আমরা বড় ইন্ডাস্ট্রি তৈরি করব। শালবনীতে আরও উন্নয়ন হবে।”

Mamata Banerjee : আজ এগরায় মুখ্যমন্ত্রী, বিস্ফোরণে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য মমতার
এদিন NRC প্রসঙ্গে ফের কেন্দ্রকে তোপ দাগতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, “আমি টাস্ক ফোর্স গড়িনি। যদি তৈরি করি তাহলে তারা বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করবে কারা বিদেশি। অসমে হিন্দুদেরও বাদ দেওয়া হয়নি। কিছুতেই রাজ্যে NRC হতে দেব না।”

এদিন কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, “রিমোর্ট কন্ট্রোলের মতো বোতাম টিপে বাংলার টাকা বন্ধ করে দিচ্ছে। ধর্মনিরপেক্ষ সরকার গড়তে হবে। আমরা যে কথা দিয়েছি তা রেখেছি। আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্প চালু করেছি। তৃণমূল মানুষের হাতে টাকা তুলে দিচ্ছে BJP সরকার নিয়ে নিচ্ছে। পেট্রল, গ্যাসের দাম বাড়ছে উলটো দিকে বাংলার টাকা বন্ধ করে দিচ্ছে।আগামী দিনে বড় আন্দোলন আমরা সংগঠিত করব, মানুষকে সংগঠিত করুন।”

Abhishek Banerjee Convoy Attack : ঝাড়গ্রামে অভিষেকের কনভয়ে হামলা, পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব নবান্নের
পাশাপাশি দলের প্রতীক যিনি পাবেন তাঁকে সমর্থন করার জন্য দলীয় নেতৃত্বকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *