Uttar Dinajpur : ইসলামপুরে দাড়িভিট কাণ্ডে তদন্তে NIA, ঘুরে দেখলেন গোটা এলাকা – nia officers start investigation about daribhit case in uttar dinajpur


West Bengal News : প্রায় পাঁচ বছর পর আদালতের নির্দেশে দাড়িভিট কাণ্ডে তদন্তে নামল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA। শনিবার NIA-র পাঁচ সদস্যের তদন্তকারী দল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিটে পৌঁছন। তদন্তকারী দলটি দাড়িভিটে পৌঁছে মৃত তাপস বর্মনের মা মঞ্জু বর্মনের সঙ্গে দেখা করেন।

দাড়িভিটের গোটা এলাকা তাঁরা ঘুরে দেখেন। বেশ কিছুক্ষন সেখানে থাকার পর তদন্তকারী দলটি এলাকা ছাড়েন। তাৎপর্যপূর্ণভাবে ইসলামপুর থানার পুলিশ তদন্তকারী দলের ধারেকাছেও পৌঁছতে পারেনি।

Jalpaiguri News : ‘পুলিশে আস্থা নেই…CBI তদন্ত চাই’, জলপাইগুড়ি জোড়া আত্মহত্যার ঘটনায় ADG কে সাফ জানালেন দম্পতির দিদি
উল্লেখ্য, ২০১৮ সালে ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার দাড়িভিট হাইস্কুলে বাংলা শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলনে নামে। পুলিশ জোর করে উর্দূ বিষয়ের শিক্ষককে বিদ্যালয়ে ঢোকাতে চাইলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে রাজেশ সরকার এবং তাপস বর্মন নামের দুই প্রাক্তন ছাত্রের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। রাজ্য সরকার ঘটনার তদন্তভার CID-র হাতে দিলেও মৃতদের পরিবার সেই তদন্তে সন্তষ্ট হননি। CBI তদন্তের দাবিতে মৃতদেহ দাহ না করে বাড়ির পাশে তাঁদের দেহ সমাধিস্ত করে রাখেন।

Gold Smuggler : ফের অসম পুলিশের সাফল্য অভিযান, লখিমপুরে ধৃত ১০ নকল সোনার কারবারি
দীর্ঘদিন যাবত মৃত ছাত্রদের পরিবার CBI তদন্তের দাবিতে অনড় ছিলেন। চলতি মাসে কলকাতা উচ্চ আদালত ঘটনার তদন্তভার NIA-র হাতে তুলে দেয়। আদালতের নির্দেশের পরই শনিবার ঘটনার তদন্ত শুরু করে NIA। যদিও এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি NIA-র আধিকারিকদের।

Nadia News : BJP বুথ সহ সভাপতির রহস্য মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা করলেন ন্যাশনাল কমিশনের প্রতিনিধিদল
তাপস বর্মনের মা মঞ্জু বর্মন জানান, “NIA অফিসাররা দেখা করে গিয়েছেন। কথা বলেন আমার সঙ্গে। বিভিন্ন খুঁটিনাটি বিষয় জানতে চান। আমি ওনাদের কাছে আমার ছেলের মৃত্যুর বিচার চেয়েছি।”

উল্লেখ্য, দাড়িভিট গুলিতে ছাত্রমৃত্যুর ঘটনায় হাইকোর্টে বড় ধাক্কা খায় রাজ্য। ৫ বছর পর সেদিনের দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় NIA তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চের পর্যবেক্ষণ, দাড়িভিটের ঘটনায় বোমা বিস্ফোরণের অভিযোগ আগেই ছিল।

Jalpaiguri News : ‘জানি না তাঁরা কেমন কাজ করবেন’, তদন্ত নিয়ে সংশয় আত্মঘাতী দম্পতির মেয়ের
তাই NIA তদন্তের প্রয়োজন। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অবিলম্বে আর্থিক সাহায্যের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই মৃত্যুর ঘটনার মামলায় আদালতের পর্যবেক্ষণ ছিল, দুই যুবকের মৃত্যুর মামলার তদন্ত সঠিক পথে এগোয়নি।

ঘটনার ৫ দিন পর CID তদন্তভার হাতে নেয়। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেন স্থানীয়রা। যদিও পুলিশ তা অস্বীকার করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *