Abhishek Banerjee Convoy attack : আবাসে ঘর মেলেনি, মেদিনীপুরে অভিষেকের কনভয় আটকে ফের ক্ষোভ গ্রামবাসীদের – abhishek banerjee convoy blocked at salboni road by protesting villagers at paschim medinipur


ফের আটকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। এবার পশ্চিম মেদিনীপুরে। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। জাতীয় সড়ক সম্প্রসারণে জমির মূল্য পাওয়া নিয়ে ক্ষোভ স্থানীয়দের। গাড়ি থেকে নেমে গ্রামবাসীদের কথা শুনলেন অভিষেক। পাশাপাশি, চন্দ্রকোনায় আবাস যোজন নিয়েও বিক্ষোভের মুখে পড়তে হয়। অভিষেককে। গাড়ি দাঁড় করানো হলে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা।

Abhishek Banerjee Latest News : কনভয়ে হামলা, মমতা-অভিষেকের সভার আগে কড়া নিরাপত্তায় মোড়া শালবনী
রবিবার তৃণমূলের নবোজোয়ার কর্মসূচিতে অভিষেকের শালবনি থেকে যাওয়ার পথে রাজ্য সড়কের উপর তমাল নদীর পাশে তিলাখুলা এলাকায় হঠাৎই থমকে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর কনভয়। নেমে পড়তে হয় গাড়ি থেকে। সাংসদ এলাকাবাসীর ক্ষোভের কথা শোনেন।
গ্রামবাসীদের অভিযোগ, জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য অধিগ্রহণ করা জমির মূল্য পাচ্ছেন না জমিদাতারা। এই অভিযোগ পেয়েই গাড়ি থেকে নেমে জমিদাতাদের সঙ্গে কথা বললেন তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায় এর।

Abhishek Banerjee : অভিষেকের কনভয়ে হামলা, মন্ত্রীর গাড়ি ভাঙচুর! ধৃত ৪
জানা গিয়েছে, এই এলাকায় প্রায় ৫০ টি পরিবারের কাছ থেকে জমি অধিগ্রহণের জন্য নোটিশ জারি করা হয়। জমি দাতাদের অভিযোগ, জমির যে মূল্য সে মূল্য তাদের দেওয়া হচ্ছে না। প্রায় ১০ গুণ কম মূল্য দিয়ে জমি নিয়ে নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে। গোটা বিষয় হস্তক্ষেপের আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “এখনকার বিডিও, এসডিও সাহেব বলেছেন এখানে ফান্ড খুব কম আছে। আপাতত জমির দাম যা দেওয়া হচ্ছে, সেটা নিন। নাহলে প্রজেক্টটা বাতিল হয়ে যাবে। আবার যখন ফান্ড আসবে, আপনাদের টাকা দেওয়া হবে।”

Kurmi Protest : কুড়মি নেতা রাজেশ মাহাতো সহ ৮ জনের জামিন খারিজ, জেল হেফাজতের নির্দেশ আদালতের
গ্রামবাসীর বক্তব্য, জাতীয় সড়কের ধারে জমির যে ভ্যালুয়েশন করা হয়েছে, এরকম দাম কোথাও পাওয়া যায় না। অনেক কম দাম জমির জন্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছে গ্রামবাসীরা। গ্রামের ভেতরে ঢুকে এদিন জাতীয় সড়কের ধারে বসবাসকারী গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের এ ব্যাপারে সাহায্য আশ্বাস দেন তিনি।
পাশাপাশি, এদিন চন্দ্রকোনা রোডে রোড শো এর পরেই বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনার বাড়ি না পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছে একরাশ ক্ষোভ উগরে দান স্থানীয়রা। নিচু তলার সংগঠনের উপর জোর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর্জি জানান স্থানীয়রা। রাজ্যে নবজোয়ার কর্মসূচিতে বেরিয়ে একাধিক জায়গায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে কুড়মিদের বিক্ষোভের মুখেও পড়তে হয় সাংসদকে। পুরুলিয়া জেলায় বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থামিয়ে কুড়মি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন অভিষেক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *