Abhishek Banerjee Kurmi Community: অভিষেকের গাড়িতে হামলায় রাজেশ সহ ৮ জন গ্রেফতার, বদলি নিয়ে টুইটে তোপ শুভেন্দুর – kurmi leader rajesh mahato and eight more leaders arrested after mahatos transfer


ঝাড়গ্রামের গড় শালবনিতে অভিষেকের কনভয়ে হামলার ঘটনা ও মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় শনিবার রাতেই আটক করা হয় তিন প্রভাবশালী কুড়মি নেতা। পরে জানা যায় রাজেশ মাহাতো সহ আট কুড়মি নেতাকে গ্রেফতার করা হয়েছে।শুধু গ্রেফতারই নন, জানা গিয়েছে কুড়মি সমাজ (পশ্চিমবঙ্গ) সংগঠনের রাজ‌্য সম্পাদক রাজেশ মাহাতো পেশায় শিক্ষক। তাঁকে রাতারাতি খড়গপুরের স্কুল থেকে বদলি করে কোচবিহারের স্কুলে পাঠানো হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে টুইটে তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, এটি রাজ্য সরকারের প্রতিশোধমূলক পদক্ষেপ।

Abhishek Convoy Attack : ‘অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় CBI তদন্ত হোক’, দাবি ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির

ঝাড়গ্রামে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় বিকেলে পুলিশ নয়াগ্রাম থেকে আটক করলেন কুড়মি নেতা রাজেশ মাহাত, শিবাজী মাহাত ও রাকেশ মাহাতকে। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানিয়েছেন, তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে জানা যায়, রাজেশ মাহাতো সহ আট কুড়মি নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেককে রবিবার আদালতে তোলা হবে। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর সহ একাধিক জামিন অযোগ্য ধারা আনা হয়েছে। এই হামলা প্রসঙ্গে রাজেশ মাহাতো জানিয়েছিলেন, ”এই হামলার সঙ্গে কুড়মি সমাজ কোনওভাবেই জড়িত নন। বহিরাগতরা কেউ আমাদের বদনাম করতে হামলা চালিয়েছে।”

Abhishek Banerjee : অভিষেকের কনভয়ে হামলা, মন্ত্রীর গাড়ি ভাঙচুর! ধৃত ৪

শনিবারই চারজনকে আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত চার জনের মধ্যেই তিন জনের বাড়ি শালবনী এলাকায় । ধৃতরা হলেন অনিত মাহাত (৪২) , পেশায় গাড়ির চালক । মনমোহিত মাহাত (৩৯) পেশায় গাড়ির চালক , অজিত মাহাত (৪২) পেশায় চা বিক্রেতা । এছড়াও গ্রেফতার করা হয়ছে আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের রাজ্য সভাপতি অনুপ মাহাত (৫০)-কে। অনুপের বাড়ি মানিকপাড়া এলাকায়।

Abhishek Banerjee Latest News : কনভয়ে হামলা, মমতা-অভিষেকের সভার আগে কড়া নিরাপত্তায় মোড়া শালবনী

অন্যদিকে, রাজ্য পুলিশের এই পদক্ষেপের সঙ্গে রাজেশ মাহাতোর বদলির ঘটনা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। কুড়মি সমাজের রাজ্য সম্পাদক তথা আন্দোলনের অন্যতম মুখ রাজেশ মাহাতো পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বনপুরা হাইস্কুলের ইংরেজির শিক্ষক ছিলেন। শনিবার তাঁকে কোচবিহারের চামতা আদর্শ হাই স্কুলে বদলি করা হয়েছে। উল্লেখ্য, তিনি ডিএ আন্দোলনের সঙ্গেও যুক্ত। কো-অর্ডিনেশন কমিটির ডাকা বন্‌ধে স্কুলে তিনি অনুপস্থিত ছিলেন বলে খবর। অভিযোগ, কুড়মি আন্দোলনকে দুর্বল করতেই রাজ্য সরকারের এই প্রতিহিংসামূলক আচরণ বলে অভিযোগ।

এরই প্রতিবাদে রাজেশ মাহাতোর বদলির নির্দেশনামা টুইট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, ”রাজ্য সরকার একনায়য়কতন্ত্র চালাচ্ছে। এটাই তাঁর প্রমাণ। গণতন্ত্রে জনগণের কণ্ঠস্বর দমাতেই এই পদক্ষেপ। গণতন্ত্রপ্রেমী শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে গর্জে উঠতে আহবান জানাচ্ছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *