Arabul Islam Bhangar: ‘পুলিশ না থাকলে ISF কর্মীদের পিঠের চামড়া থাকত না’, ফের বেলাগাম আরাবুল – arabul islam again give threats to isf worker and leader nawsad siddique


ফের আইএসএফ কর্মীদের হুমকি আরাবুলের। একদিকে নবজোয়ারের মঞ্চ থেকে দলীয় বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শীর্ষ নেতৃত্বের তরফে দ্বেষমূলক ভাষণে বিরত থাকার বার্তা, অন্যদিকে বারবার বেলাগাম আরাবুল ইসলাম। আবারও ভাঙড়ে কর্মীসভা থেকে আইএসএফ কর্মীদের হুমকি স্বর শোনা গেল তৃণমূল নেতার গলায়।আবারও পর্যবেক্ষক শওকত মোল্লার সামনে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আরাবুল ইসলাম। ভাঙড়ের ভোগালী টু অঞ্চলে একটি কর্মীসভা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম বলেন, “পুলিশ যদি না থাকত নওশাদ সিদ্দিকী ভাঙরে ঢুকতে পারত না। নওশাদ সিদ্দিকীর কর্মীদের পিঠের চামড়া থাকত না।” রবিবার ভোগালী দু’নম্বর অঞ্চল তৃণমূলের ডাকে কর্মী সম্মেলন ছিল। সেই কর্মী সম্মেলনে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের অবজারভার শওকত মোল্লা সহ ভাঙড়ের এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিল। সম্মেলনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় বিতর্কিত মন্তব্য করেন আরাবুল ইসলাম।

Arabul Islam :‘তৃণমূলের নামে বাজে কথা বললে তাঁর হাত পা গুঁড়ো করে দিতে হবে!’ বেলাগাম আরাবুল

এই প্রথম নয়, দিন কয়েক আগেই বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক পারদ চড়িয়েছিলেন ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের গানেরআইটে একটি প্রতিবাদ সভা ও মিছিল থেকে ISF কর্মীদের হুঁশিয়ারি দেন তিনি। শাসক দল তৃণমূল সম্পর্কে কোনও বিরূপ মন্তব্য করলে একেবারে হাত -পা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার নিদান তিনি। এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও আরাবুল আছেন আরাবুলেই তা রবিবার আবারও বুঝিয়ে দিলেন এই বিতর্কিত তৃণমূল নেতা।

TMC Leader : ‘পঞ্চায়েতে বাড়িতে থাকতে পারবেন না ISF কর্মীরা’, ভাঙড় থেকে হুঁশিয়ারি তৃণমূল নেতার

অন্যদিকে, শনিবারই মধ্যমগ্রামে আইএসএফের এক কর্মীসভা থেকে ভাষণ দিতে গিয়ে শালীনতা হারিয়ে বেফাঁস মন্তব্য করেন আইএসএফ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি। সঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সংযত হতে বলেন। মঞ্চে দাঁড়িয়ে ভোট চুরি করলে তৃণমূল হাত কেটে নেওয়ার নিদান দিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু পরে নওশাদের বকুনিতে তিনি কথাটি ঘুরিয়ে দেন। পরে হিংসা প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে নওশাদ বলেন, ”আমরা যা করব আইনিপথে, আইনের আওতার মধ্যে থেকেই করব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *