bana sahayak last date to apply| বন সহায়ক পদে আবেদনের শেষ তারিখ কবে?


হাতে সময় ২৪ ঘণ্টারও কম। বনসহায়ক পদে আবেদন করা যাবে সোমবার, বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত। বনদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী ২৯ মে, সোমবারই হল এই পদে আবেদনের শেষ সুযোগ। বন দফতরের কর্তারা বলছেন, ১৯ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। আবেদনের শেষ তারিখ ২৯ মে, ২০২৩।

একনজরে দেখে নেওয়া যাক এই পদে নিয়োগের জন্য জরুরি বিষয়গুলি

পদের নাম: বনসহায়ক
শূন্যপদ: ২০০০
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ
বয়স: ২০২০ সালের ১ জানুয়ারির মধ্যে ১৮ থেকে ৪০ হতে হবে। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সে যেভাবে ছাড় পাওয়ার কথা তাই থাকছে।
আবেদনের শেষ তারিখ: সোমবার, ২৯ মে।

Kakdwip News: সামুদ্রিক প্রাণী ধরলেই কড়া শাস্তি! প্রচার চালাল বনদফতর

আবেদনের জন্য যে যে বিষয়গুলি মনে রাখা প্রয়োজন…

  • অনলাইন আবেদনপত্র ডাউনলোড করতে হবে। সাইটটি হল- https://www.westbengalforest.gov.in/
  • আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা করতে হবে।
  • মুখবন্ধ একটি খামে আবেদনপত্র জমা করতে হবে।
  • কোথাকার বাসিন্দা কাকে উদ্দেশ করে চিঠি লিখতে হবে তার জন্য বন দফতরের প্রয়োজনীয় নির্দেশিকা দেখে নিতে হবে। এবং সেই অফিসে গিয়েই আবেদনপত্র জমা দিতে হবে।

বনসহায়ক পদের বিজ্ঞপ্তি PDF
গত ৩ মে বনসহায়ক পদে অনিয়ম সংক্রান্ত অভিযোগে করা মামলায় হাইকোর্ট নির্দেশ দেয়, আগামী দু মাসের মধ্যে নিয়ম মেনে নতুন ভাবে ইন্টারভিউ করতে হবে। সেই তালিকা প্রকাশ করতে হবে ওয়েবসাইটে। এই রায় নিয়ে কয়েকজন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে যান। কিন্তু সেক্ষেত্রেও আগের রায়কেই বহাল রাখা হয়। হাইকোর্ট নির্দেশ, আগামী দু মাসের মধ্যেই পুরনো বিজ্ঞপ্তি মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সেখানে অংশ নিতে পারবেন সদ্য চাকরি হারারাও।

Bana Sahayak Recruitment: হাতে সময় ৭ দিন, বনসহায়ক পদে আবেদনের খুঁটিনাটি জানিয়ে বিজ্ঞপ্তি রাজ্যের
২০২০ সালের সেপ্টেম্বর-অক্টেবর মাসে বনসহায়ক পদে নিয়োগের জন্য ইন্টারভিউ হয়। দু’হাজার শূন্যপদ ছিল, চুক্তির ভিত্তিতে নিয়োগ হয়। মাসিক ভাতা ১০ হাজার টাকা। সহায়করা মূলত ফরেস্ট গার্ডদের মতোই বনসুরক্ষার কাজ করবেন। বিরোধীরা প্রথম থেকেই অভিযোগ তোলে, কিছু লোককে চাকরি পাইয়ে দিতেই এই পদ তৈরি করা হয়েছে। এই নিয়ে পরে নিয়োগে অনিয়মের অভিযোগে মামলা হয়। সেই মামলার জেরেই ফের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্কি বার হয়। এখন কত দ্রুত এই নিয়োগ হয় সেদিকেই তাঁকিয়ে আবেদনকারীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *